জুমাদাল আখেরা ১৪৩১হিঃ (১৬)

রোযনামচার পাতা

তালিবে ইলমের জন্য ইছলাহের গুরুত্ব

লিখেছেনঃ রাসেল হোসাইন

শেয়ার করুন:     
প্রিন্ট
আমার মুহসিন উস-ায মাওলানা নূরুযযামান ছাহেব নফসের ইছলাহ ও তাযকিয়া সম্পর্কে বলে থাকেন, যা তালিবানে ইলমের জন্য অতি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তালিবে ইলমের উচিত যাহেরী ইলম হাছিল করার সঙ্গে সঙ্গে শায়খের তারবিয়াত গ্রহণের মাধ্যমে নিজের নফসের ইছলাহের ফিকির করা। এটা না হলে ইলমের মধ্যে বরকত হবে না, বরং ইলম তার বরবাদির কারণ হয়ে যেতে পারে। তিনি বলেন, কোন কোন তালিবে ইলম মনে করে যে, এটা ছাত্র যামানার কাজ নয়, তাতে ইলমের মেহনত বিঘ্নিত হয়। এটা নফসের ধোকা। ইছলাহের অর্থ তো এটা নয় যে, তার উপর অযীফার পাহাড় চাপিয়ে দেয়া হবে। বরং এমন আমল বাতলানো হবে যাতে ইলম হাছিল করা আরো সহজ এবং উপকারী হয়। যেমন হযরত হাকীমুল উম্মত থানবী (রহ) বলেন, আমার সঙ্গে যে সকল তালিবে ইলম তা‘আল্লুক রাখে তারা যেন ইলমে ও কিতাবে মযবূত হতে পারে এবং সেই সঙ্গে যেন তাদের আমল, আখলাক দুরস- হয়ে যায় সে জন্য তাদেরকে আমি চারটি আমল বলে থাকি। যথা- (ক) দিনের বেশীর ভাগ সময় তলবে ইলমে মশগুল থাকা (খ) কোনভাবেই সময়ের অপচয় না করা। (গ) প্রত্যেক কাজ সুন্নত অনুযায়ী করা (ঘ) সমস্ত গোনাহ থেকে দূরে থাকা
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা