জুমাদাল আখেরা ১৪৩১হিঃ (১৬)

তোমাদের পাতা

পড়ে আছে একটি পাপড়ি!

লিখেছেনঃ আবু নাঈম ফায়যুল্লাহ

শেয়ার করুন:     
প্রিন্ট
পথের ধূলোয় পড়ে থাকে অবহেলায় অনেক কিছু, এমনকি টাকা-পয়সাও পড়ে থাকে। কিন' সেদিন! আনমনে হেঁটে যাচ্ছি, হঠাৎ কেন জানি, মনের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। মনে হলো, আমার খুব কাছে কেউ যেন আর্তনাদ করে উঠলো! চারদিকে তাকালাম। কোথায়, কেউ তো নেই! এমন সময় নযরে পড়লো পথের ধূলোয় পড়ে আছে একটি কাগজের ঠোঙ্গা। কাগজ নয়, আমার প্রিয় পুষ্পের একটি পাতা, একটি পাপড়ি। আমাদের মূর্খতায় অনেক কিছুই তো ঘটে। স্কুলের বই-খাতায় ঠোঙ্গা তৈরী হয়, তাই বলে পুষ্পের পাতা দিয়েও! আমার মনে হলো, পুষ্পের ছিন্ন পাতাটিরই আর্তনাদ শুনতে পেয়েছিলাম। পরম যত্নের সঙ্গে পাতাটি তুলে নিলাম। মনে হলো, পুষ্পের পাতাটি আমাকে কৃতজ্ঞতা জানালো।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা