জুমাদাল আখেরা ১৪৩১হিঃ (১৬)

কিশোর পাতা

লিচুগাছে আম, আমগাছে লিচু!

লিখেছেনঃ আব্দুল হান্নান

শেয়ার করুন:     
প্রিন্ট
এই বিশ্বজগতে যা কিছু দেখি এবং যা কিছু দেখি না, সব আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ তা‘আলার প্রতিটি সৃষ্টিই তাঁর অসীম কুদরতের অনুপম প্রকাশ। কিন' মানুষের দৃষ্টি এতই সীমাবদ্ধ এবং তার চিন-া এতই প্রথাবন্দী যে, যা কিছু যেভাবে হতে দেখে সেভাবে হতে দেখাকেই সে মনে করে স্বাভাবিক। যেন হওয়ার কথা ছিলো, তাই হচ্ছে। মহাকাশ মাহাকাশের মত চলবে, এটাই তো নিয়ম! গাছে ফুল ও ফল এবং মাঠে ফসল ফলবে এটাই তো স্বাভাবিক। এই অভ্যস-তার মধ্যে মানুষ কুদরতের স্পর্শ তেমন করে অনুভব করতে পারে না, কিংবা অনুভব করতে চায়ও না। তাই আল্লাহ মাঝে মধ্যে তাঁর সৃষ্টিতে নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে মানুষকে অবাক করে দেন, যাতে সে ব্যতিক্রমতার চমকের মধ্যে দিয়ে হলেও তাঁর কুদরতের স্পর্শ অনুভব করতে পারে। মানবশিশুর জন্মের ক্ষেত্রে যেমন এটা হয়, অন্যান্য ক্ষেত্রেও হয়, বিজ্ঞানীরা যার সপক্ষে জড়জাগতিক কোন যুক্তি খাড়া করতে পারেন না। এই সব কথা মনে পড়লো আমাদের মাদরাসার লিচুগাছটিকে দেখে, যার ছায়ায় বসে আমি এই লেখাটি লিখছি। গাছটির ডালে ডালে লিচু ঝুলছে, কিন' আশ্চর্য একটি ডালে ধরেছে আম! আবার শুনতে পেলাম, আমগাছেও নাকি লিচু হয়! সুবহানাল্লাহ! আসলে...। আব্দুল হান্নান, চৌগাছা, যশোর
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা