তুমি মানুষের উপকার করো মানুষের কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা না করে। তুমি মানুষের উপকার করো এই বিশ্বাস রেখে যে, আল্লাহ অবশ্যই তোমার কর্মের প্রতিদান দেবেন। আল্লাহর প্রতিদান কখনো হয় বিলম্বে, কখনো অবিলম্বে। কখনো পরোক্ষভাবে, কখনো প্রত্যক্ষভাবে। তোমার অন্তরে তোমার প্রতিপালকের প্রতি এই বিশ্বাসটুকু যেন অটুট থাকে যে, মানুষ মানুষকে ভুলে যেতে পারে, ভুলে যায়, মানুষ মানুষের দান ও অবদান বিস্মৃত হতে পারে, হয়; কিন্তু আল্লাহ কখনো বান্দাকে ভুলেন না। বান্দার কোন আমল আল্লাহ কখনো নষ্ট করেন না, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে।