সফর ১৪৩১ হি:(১৫)

কিশোর পাতা

কিশোর বন্ধুরা!

শেয়ার করুন:     
প্রিন্ট

সালাম গ্রহণ করো। এই সেদিন গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাকে হয়ে গেলো অষ্টম জাতীয় স্কাউট সম্মেলন। স্কাউটিং হচ্ছে স্কুলের ছেলে-মেয়েদের নিয়ে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক আন্দোলন। অন্যান্য দেশের মত বাংলাদেশেও স্কাউটিং বেশ জনপ্রিয়। স্কাউটিং আন্দোলনের অন্তর্নিহিত উদ্দেশ্য কী, আমার জানা নেই; তবে বাহ্যত এটা কিশোর শিক্ষার্থিদের মধ্যে চেতনা ও উদ্দীপনা জাগ্রত করে এবং তাদের সুপ্ত যোগ্যতা ও প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করে। আমাদের মাদরাসামহলে এধরনের কোন ব্যবস্থা ও আয়োজন নেই। অবশ্য সুবিধা ও সাধ্যেরও অভাব রয়েছে। আল্লাহ তাওফীক দিলে আমার ইচ্ছা আছে, অন্তত মাদানী নেছাবের তালিবে ইলমদের নিয়ে এধরনের একটি চেতনামূলক কার্যক্রম গ্রহণ করার। এমন প্রচেষ্টার সত্যি প্রয়োজন রয়েছে।

এবারের স্কাউট-সম্মেলনে অংশ নেয়া একটি পঙ্গু মেয়ে বক্তব্য রেখেছে এই বলে, ‘আমরা যেখানে সেখানে ময়লা ফেলি না, আমরা চাই, অন্যরাও যেন যেখানে সেখানে ময়লা না ফেলে। তাহলেই গড়ে ওঠবে আগামী দিনের পরিচ্ছন্ন সমাজ।’

দৃষ্টিপ্রতিবন্ধী একটি ছেলের বক্তব্য ছিলো- ‘আমি চোখে দেখি না, তবু আমি থেমে যাবো না। লেখা-পড়ার মাধ্যমে আমি মর্যাদার পথে এগিয়ে যাবো।’

পঞ্চগড় থেকে আসা একটি মেয়ে তার অনুভূতি প্রকাশ করেছে এভাবে- ‘এখানে এসে আমি বুঝতে পেরেছি, অন্যকে খারাপ অভ্যাস ত্যাগ করতে বলার আগে নিজের খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে।’

আরেকটি ছেলের মন্তব্য হলো, আমি বুঝতে পেরেছি, আমার জীবনে আমার মায়ের অবদান কত বিশাল। আমার মা আমার জন্য অনেক আত্মত্যাগ করছেন। জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমি আমার মায়ের মুখে হাসি ফোটাবো।

নতুন কিছু নয়, সবই আমাদের জানা কথা এবং বহু আলোচিত কথা, তবে আমার ভালো লেগেছে। এসম্পর্কে সুযোগ হলে আবার আলোচনা করবো, ইনশাআল্লাহ। কামনা করি, আমার দেশে আজকে যারা শিশু-কিশোর, জ্ঞানে-গুণে, নীতি ও চরিত্রে তারা হয়ে উঠুক আগামী দিনের আদর্শ মানুষ, আর আমাদের তালিবে ইলমরা হোক ন্যায় ও সত্যের আলোকিত মিনার।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা