রমযান ১৪৩০ হিঃ (১৩)

তোমাদের পাতা

সামান্য সময়ের সান্নিধ্য

লিখেছেনঃ নূরুল হাসান বিন ওয়াদূদ জা

শেয়ার করুন:     
প্রিন্ট
তাবলীগ জামা‘আতের পরিচয় তো আর নতুন করে দেয়ার প্রয়োজন নেই। সারা বিশ্বে আজ এই জামা‘আতের উছিলায় দ্বীনের দাওয়াতের মোবারক মেহনত চলছে। আমাদের মাদরাসা-মসজিদে আজ তিনদিন হলো একটি আরব জামা‘আত এসেছে। তাদের মধ্যে দু’জন আওলাদে রাসূল। উভয়ের বাড়ী মদীনা শরীফ। একজন মদীনা শরীফের একটি মসজিদের ইমাম। তাকে আমার খুব ভালো লাগলো। যারা আরবী বলতে পারে তারা মন খুলে তাদের সাথে কথা বলছে, তারাও খুব খশী। আমারও খুব ইচ্ছে ছিলো কথা বলার, কিন্তু আমি যে আরবী জানি না! তার পিছনে মাগরিবের নামায পড়ার সৌভাগ্য হলো, আহা, কী মধুর তিলাওয়াত! যেন জান্নাত থেকে ভেসে আসছে কোন সুরতরঙ্গ! সে তরঙ্গদোলা আমার হৃদয়েও অনুভূত হলো, হয়ত সকলেরই হৃদয়ে। নামাযের পর দেখলাম সবার চেহারায় যেন একটি অতৃপ্তির ছাপ। কথা বলা হলো না, তবে মুছাফাহার খোশকিসমত হলো, আর সামান্য সময়ের ছোহবত হাছিল হলো, যার নূরানিয়াত এখনো আমি অনুভব করছি।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা