রমযান ১৪৩০ হিঃ (১৩)

তোমাদের পাতা

স্বপ্নের লেখা

লিখেছেনঃ বিনতে ফুলান

শেয়ার করুন:     
প্রিন্ট
অনেক রাত জেগে একটি লেখা তৈরী করলাম। মনটা খুশী হয়ে উঠলো; কিন্তু পরে লেখাটা আবার দেখে একটা কথা মনে পড়ে গেলো, ‘তিরস্কারের চাবুক’। এ লেখাটা ভাগ্যে যদি তাই ঘটে! মনটা দমে গেলো। আবার লিখলাম একটি লেখা আরো অনেক যত্ন করে। মনে হলো এবার হয়ত পাবো পুরস্কারের...। আবার ভাবলাম, আচ্ছা, আরো সুন্দর কিছু লেখা যায় না, যা দেখে তাঁর মনটা গলে যায় একেবারে মোমের মত! হঠাৎ দেখি অপূর্ব সুন্দর একটি দৃশ্য! ভাবলাম, এ দৃশ্যটাকেই আঁকবো কলমের কালিতে। লেখাটা যদি সুন্দর না হয়, অন্তত দৃশ্যের সৌন্দর্য লুকিয়ে রাখতে পারবে লেখার অসৌন্দর্যকে! কাগজ-কলম নিযে বসলাম; বিসমিল্লাহ বলে শুরু করলাম। ধীরে ধীরে কাগজের পাতায় যে ছবি ফুটে উঠলো তাতে নিজের অজান্তেই বলে উঠলাম, আলহামদু লিল্লাহ! আজ আবার বুঝলাম, যত্ন ও সাধনার কোন বিকল্প নেই। লেখা তো হলো এবং মনের মতই হলো, কিন্তু এবার দেখা দিলো নতুন সমস্যা! পাঠাবো কীভাবে! আমি যে এ দেশের এক অবলা! আমাদের কি অধিকার আছে কিছু বলার, কিছু লেখার! কোন লেখা পাঠাবার! যাক, বেশী ভাবতে হলো না, আপনাতেই সমস্যাটার সমাধান হয়ে গেলো। কীভাবে! ঘুমটা ভেঙ্গে গেলো যে!
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা