রজব ১৪৩০ হিঃ (১২)

রোযনামচার পাতা

একটি রোযনামচাঃ ১৭ - ১২ - ২৯ হিঃ

লিখেছেনঃ ইবনে সাঈদ

শেয়ার করুন:     
প্রিন্ট
আমার দুর্ভাগ্য যে, মাদরাসা থেকে যখন বাড়ীতে যাই, জামা‘আত ছুটে যায়; এবারও তাই হলো। অথচ আসাতেযা কেরামের নছীহত শুনে প্রতিজ্ঞা করি যে, এবার প্রতিওয়াক্ত নামায মসজিদে বা-জামা‘আত আদায় করবো। কিন্তু গাফলত, আর বদনসিবি! এবারও শুরুতে তাই হলো। তবে হঠাৎ আল্লাহর রহমতে গাফলত দূর হয়ে গেলো এবং শিথিল হয়ে যাওয়া প্রতিজ্ঞাটা আবার শক্তিশালী হয়ে উঠলো। সেদিন আমাকে মসজিদে দেখে সমবয়সী এক আত্মীয় কিছুটা পরিহাস করলো, আর সেটাই আমার গায়রতকে যেন একেবারে প্রজ্বলিত করে দিলো। আমি আরো দৃঢ় প্রতিজ্ঞ হলাম। ফলে বিরতির বাকি দিনগুলোতে আল্লাহর রহমতে একওয়াক্ত নামাযও ফওত হয়নি।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা