রজব ১৪৩০ হিঃ (১২)

তোমাদের পাতা

হে বন্ধু! পুষ্পের এই ছোট্ট পাপড়িটি শুধু তোমার জন্য

শেয়ার করুন:     
প্রিন্ট
হে বন্ধু! পুষ্পের এই ছোট্ট পাপড়িটি শুধু তোমার জন্য, শুধু তোমার প্রতি হৃদয়ের কৃতজ্ঞতা নিবেদনের জন্য। ভালোবাসা আছে অনেকের হৃদয়ে। অনেকেই ভালোবাসে, কিন্তু ভালোবাসা নিবেদন করতে জানে খুব কম মানুষে। তোমার ভালোবাসা এবং সেই ভালোবাসার নিবেদন আমাকে আপ্লুত করেছে; আমার হৃদয়কে বিগলিত করেছে। এমন ভালোবাসা হৃদয়কে দান করে শিশিরের স্নিগ্ধতা এবং পুষ্পের সুবাস; এমন ভালোবাসা আলো ছড়ায় চলার পথে এবং সাহস যোগায় দুর্গম গিরি পার হতে। এ ভালোবাসা তো জীবন ও জগতের সকল ক্ষুদ্রতা ও স্থূলতার ঊর্ধ্বে! এ ভালোবাসা তো মৃত্যুর সীমানাকে অতিক্রম করে এগিয়ে যায় অনন্তের গন্তব্যে। তোমাকে দেখি না, তাকে কী, আমাকে তুমি কাছে পাও না, ক্ষতি কী! আমরা তো আছি পুষ্পিত ও সুরভিত দুই হৃদয়ের বন্ধনের মাঝে! তোমার জীবনে চিরসবুজ থাকুক সেই পুষ্প যা সবাস ছড়ায় এবং সেই পুষ্প যা আলো ছড়ায়। আমার হৃদয়ের কৃতজ্ঞতার এই পাপড়িটুকু গ্রহণ করো বন্ধু! একটুকরো কাগজ হতে পারে একটুকরো হৃদয়, শিখলাম তোমার কাছে। একটুকরো কাগজ দান করোনি তুমি, দান করেছো তুমি একটুকরো হৃদয়। আমি কি দান করেছি, বুঝেছো তুমি বন্ধু!
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা