মুহাররম ১৪৪৫ হিঃ

বিজ্ঞান বিচিত্রা

বিজ্ঞানের জগতে স্বাগতম।

কৃষ্ণগহ্বর সম্পর্কে নতুন ধারণা

শেয়ার করুন:     
প্রিন্ট

কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল সম্পর্কে এতদিন বদ্ধমূল ধারণা ছিলো এই যে, এটি তার প্রবল মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে কাছাকাছি যা কিছুই আছে, সব টেনে নিজের ভিতরে নিয়ে নেয়। কৃষ্ণগহ্বর থেকে কখনো কোন কিছু ফিরে আসে না। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে, কৃষ্ণগহ্বর যা কিছু নিজের ভিতরে টেনে নেয় তার চেয়ে অনেক বেশী বাইরে ছুঁড়ে ফেলে। কিছুটা যেন ঐ ছোট্ট শিশুর মত যে যতটা না খাবার ভিতরে নেয়, তার চেয়ে বেশী থু থু করে বাইরে ফেলে দেয়। মহাবিশ্বে শুধু ছায়াপথের কেন্দ্রে অবস্থিত কৃষ্ণগহ্বরগুলো এত কম উজ্জ্বল কেন, তা এখনো মহাকাশবিজ্ঞানের অজানা এক রহস্য হয়ে রয়েছে।সুতরাং এটা পরিষ্কার যে, বিজ্ঞান সদা চঞ্চল। বিজ্ঞানের অধিকাংশ সত্যই স্থির নয়। বিজ্ঞানের আজকের সত্য কাল নতুন সত্য দ্বারা পরিবর্তিত হয়। সদা চঞ্চল সত্য কখনো স্থির সত্যের মোকাবেলা করতে পারে না। 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা