‘আমাদের সম্পাদক সাহেব, শুধু প্রশংসা পছন্দ করেন, সমালোচনা পছন্দ করেন না। এ মন্দ অভ্যাসের সংশোধন হওয়া উচিত!
০০ আসামীর কৈফিয়ত: তবে কিনা আমি একটি উদাহরণ দিতে পারি পাঠকের পক্ষ হতে ভুল ধরা মেনে নেয়ার। অষ্টম সংখ্যারই সম্পাদকের রোযনামচা দেখো, ময়ূরের ডানা মেলা সংশোধন করে ময়ূরের পেখম মেলা লিখেছি।কিন্তু অভিযোগকারী কি তার বক্তব্যের পক্ষে কোন উদাহরণ দিতে পারেন। না পারলে মানহানির...! ওখানে কথা আছে, ভুল ধরা অবশ্যই একটি শিল্প। ভুল ধরার জন্য রয়েছে নিয়ম ও শিষ্টাচার...