রজব ১৪৩৯ হিঃ (৩/৩)

প্রথম পাতা

প্রথম কথা

শেয়ার করুন:     
প্রিন্ট

প্রথম কথা

বিশুদ্ধতা অর্জনের নিরন্তর এক সংগ্রাম-সাধনা, এরই নাম জীবন। আমাদের জীবনের বড় দুর্ভাগ্য এই যে, যে বিশুদ্ধতা নিয়ে আমরা পৃথিবীতে আসি, শেষপর্যন্ত তা ধরে রাখতে পারি না। ধীরে ধীরে জীবনের সবকিছু থেকে বিশুদ্ধতা হারিয়ে যায়। এমনকি শিশুর নিষ্পাপ হাসিটিও আমাদের ঠোঁটে আর থাকে না।আমাদের প্রতিটা আচরণ হয়ে পড়ে অশুদ্ধ। আমাদের প্রতিটা চিন্তায় থাকে মলিনতা। আমাদের দানে থাকে অহঙ্কার, আমাদের গ্রহণে থাকে অকৃতজ্ঞতা! এককথায় আমাদের গোটা জীবন হয়ে পড়ে অশুদ্ধ, মলিন ও অপবিত্র!! আর প্রতিটা মানুষ অন্য মানুষের কাছে হয়ে পড়ে অপ্রিয়, বরং ঘৃণার পাত্র, এমনকি আপন স্রষ্টার কাছেও তারা ...!জীবনকে যারা শুদ্ধ পবিত্র করার সাধনায় আত্মনিয়োগ করে, ধীরে ধীরে তাদের জীবনে শুদ্ধতা ফিরে আসে। একসময় তারা বিশুদ্ধ জীবনের অধিকারী হয়! মানুষ তাদের দ্বারা শান্তি লাভ করে। মানুষের কাছে তারা প্রিয় হয়, এমনকি আপন স্রষ্টার কাছেও তারা ...!!মাটি থেকে আমরা উঠে এসেছি বিশুদ্ধ ও পবিত্র অবস্থায়। মাটিতে আমাদের ফিরে যেতে হবে বিশুদ্ধ ও পবিত্র অবস্থায়, যাতে এই মাটি থেকে আবার আমরা উঠতে পারি বিশুদ্ধ ও পবিত্র অবস্থায়।জীবন থেকে হারিয়ে যাওয়া বিশুদ্ধতা ও পবিত্রতা জীবনে আবার ফিরিয়ে আনার সাধনা করতে হবে আমাদের, এ বিষয়ে কারো দ্বিমত থাকার কথা নয়। শুধু ভুল করি আমরা বিশুদ্ধতা অর্জনের পথ নির্বাচনে এবং সাধনার পন্থা অবলম্বনে। জীবনে যারা বিশুদ্ধ ও পবিত্র শুধু তাদের ছায়ায়, তাদের হাত ধরে ...!

সোনার হরফে

 কোন ভালো কাজ খারাপ পদ্ধতিতে হয় না।তদ্রুপ কোন খারাপ কাজ নিজের বা অন্যের জন্য কখনো কল্যাণ ও সুফল বয়ে আনতে পারে না।

এ মাসের প্রতিজ্ঞা

সময়ের অপচয় করবো না। আমাকে যিনি জীবন এবং জীবনের সময় দান করেছেন, তাঁর সন্তষ্টির পথেই সেটা ব্যয় করবো ইনশাআল্লাহ

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা