প্রথম কথা
একসময় তো এত মানুষ ছিলো না। ছিলেন মাত্র দু’জন মানুষ। আমাদের বাবা আদম, আর আমাদের মা হাওয়া। তারপর ভাইবোন হলো। ধীরে ধীরে মানুষের সংখ্যা বৃদ্ধি পেলো; নারী-পুরুষ। সবার ভাষা এক ছিলো। গায়ের রঙ, সেও অভিন্ন ছিলো। সবচে’ বড় কথা, পরস্পর পরিচয় ছিলো, সম্প্রীতি ও ভালোবাসা ছিলো, ঐ একটা মর্মান্তিক ঘটনা ছাড়া! সংখ্যাবৃদ্ধির অনিবার্য ফল হলো বিস্তার। জীবনের প্রয়োজনে সবাই যখন ছড়িয়ে পড়লো এখান থেকে ওখানে, ওখান থেকে অন্যখানে তখন ভাষায় পরিবর্তন এলো এবং পরিবর্তন এলো আদলে বর্ণে। কিন্তু পরিচয় তো অভিন্নই ছিলো। আগে যেমন সবাই আদম-হাওয়ার সন্তান ছিলো, এখনো তাই। প্রীতি ও সম্প্রীতির সম্পর্ক তো সবার মধ্যে অক্ষুণ থাকার কথা ছিলো। এত হিংসা-বিদ্বেষ, এত হানাহানি, খুনাখুনি কীভাবে শুরু হলো মানুষে মানুষে, এক পিতা-মাতার সন্তানদের মধ্যে?যিনি হযরত আদম ও হযরত হাওয়াকে সৃষ্টি করেছেন তিনি তো প্রীতি ও সম্প্রীতির সঙ্গে থাকার আদেশ করেছেন। আল-খালকু আয়ালুল্লাহ- গোটা মানবজাতি আল্লাহর পরিবার। মানুষের সঙ্গে যদি সদাচার করি, মানুষের দুঃখ কষ্ট, অভাব অনাহার যদি দূর করার চেষ্টা করি তাহলে তো আল্লাহ খুশী হন! আমরা যারা এ পরম সত্য বিশ্বাস করি, আমরা কেন বিপদে দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই না! মানুষ এবং আদম-হাওয়ার সন্তান, শুধু এই পরিচয়ে কেন মানুষের পাশে দাঁড়াতে পরি না! আসুন, প্রতিজ্ঞা করি, যত দিন বেঁচে থাকবো মানুষ ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করবো, ইনশাআল্লাহ!
আমাদের প্রতিজ্ঞা
আরাকানের মুহাজিরীন ভাইগণ যতদিন সসম্মানে ফিরে না যাবেন তত দিন আমরা তাদের সেবায় নিয়োজিত থাকবো। ইনশাআল্লাহ!