পথের শুরুতে গাড়ীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, অথচ হেঁটে চলার শক্তি আছে; তাকে তুমি পথিক বলো না। সে পথিক নয়, পথ এবং পথের ধূলো তার জন্য নয়। আদর্শ পথিক যদি দেখতে চাও, তাবুকের অভিযানে মরুভূমির দিগনে- তাকাও। বাহনের উট নেই, পথের সঙ্গী নেই; নেই সামান্য পাথেয়, তবু তাঁর পথচলা থেমে নেই। দূর থেকে তাঁর ছায়া দেখে আল্লাহর নবী বলছেন, রাহিমাল্লাহু আবা যাররিন। পথের কাছে পথিকের কোন দাবী নেই, পথিকের কাছে পথের আছে অনেক দাবী। পথ হবে সরল সমতল, তাতে থাকবে গাছের ছায়া ও পানির ফোয়ারা। এরপর তুমি পাড়ি দেবে পথ! তার চেয়ে বন্ধু, ঘরের ছেলে তুমি ঘরেই থাকো; আরামের পথ এবং পথের আরাম যারা চায়, পথচলা তাদের জন্য নয়। তারা তো গাছের ছায়া দেখে ভাবে, একটু থামি, একটু বসি। তারা বসে এবং ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জেগে দেখে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পাখীরা ঘরে ফিরছে এবং সূর্য অস- যাওয়ার আয়োজন করছে। সূর্য তো আর ঘুমিয়ে ছিলো না! সূর্যের পথচলা তো আর থেমে ছিলো না! যুগে যুগে কত পথিক পথ চলেছেন, পথের দাবী মেনেই তারা পথ চলেছেন। গাছের ছায়া ছিলো না, মিঠা পানির ফোয়ারা ছিলো না, বাহন ছিলো না, পাথেয় ছিলো না, তবু তাদের পথচলা থেমে ছিলো না। অনেক চড়াই উৎরাই ছিলো, বাধা-বিপত্তি ও প্রতিকূলতা ছিলো। ক্ষুধা ও পিপাসা ছিলো, রোদ-বৃষ্টি ও ঝড়-তুফান ছিলো, এমনকি মৃত্যুর আশঙ্কা ছিলো; তবু তাদের পথচলা অব্যাহত ছিলো। এমন পথিক যারা পথ তাদের ভালোবাসে, এমন পথিক যারা পথ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রাকাশ করে এবং স্বানন্দে নিজের বুকে তাদের পদচিহ্ন ধারণ করে। গায়বের ইশারায় পথের চড়াই-উৎরাই তখন সমান হয়ে যায় এবং সকল প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা দূর হয়ে যায়, তখন তাদের পথচলা সহজ হয়ে যায়। এমন পথিক যারা মনযিল তাদের প্রতীক্ষায় থাকে, মনযিল তাদের সাদরে বরণ করে, আর বলে, দীর্ঘ পথে কত না কষ্ট করেছো হে পথিক! কত চড়াই-উৎরাই ও বাধা-প্রতিকূলতা অতিক্রম করেছো! কত ঝড়-তুফানের মুকাবেলা করেছো! কত পাহাড়-পর্বত ও মরুভূমি পার হয়ে এসেছো! আমি তোমার পদচুম্বন করি হে পথিক! এসো, আমার গাছের ছায়ায় বসো, এই শীতল পানি পান করে পিপাসা দূর করো। এমন পথিক যারা তাদের পথচলা নয় শুধু নিজেদের জন্য, তাদের পথচলা আগামী দিনের পথিক যারা তাদের জন্য। তারা পথ চলেন এবং পথের বুকে পদচিহ্ন রেখে যান, যারা পথ চেনে না তাদের পথচলার জন্য। ঘরে বসে থাকবে আর কত হে বন্ধু! তোমার আগে যারা পথ চলেছেন তাদের পদচিহ্ন তো আছে! সেই পদচিহ্ন অনুসরণ পথ চলতে শুরু করো! দেখবে, পথ চলা তোমার সহজ হয়ে গেছে। কিন' আগে তোমাকে পথচলা শুরু করতে হবে এবং পথের আরামের চিন-া ত্যাগ করতে হবে। অন-ত আগে থেকেই জানতে চেয়ো না, বাহন আছে কি না, গাছের ছায়া এবং পানির কুয়া আছে কি না! এতে অসম্মান করা হয় তাদের যারা তোমার আগে পথ চলেছেন এবং তোমার জন্য রেখে গেছেন পদচিহ্ন। হে বন্ধু! জানি না পথচলা তোমার হবে কি না এবং মনযিলের দেখা তুমি পাবে কি না। আমার সান-্বনা শুধু এই যে, আমি তোমাকে বলতে পেরেছি পথ ও পথিকের কথা এবং পথের বুকে রেখে যাওয়া পদচিহ্েনর কথা।