রবিউছ ছানী ১৪৪৫ হিঃ

তোমাদের চিঠি / আমাদের পত্র

রসগোল্লা-চিঠি, চমচম-পত্র।

তোমাদের চিঠি আমাদের পত্র

শেয়ার করুন:     
প্রিন্ট

 তোমাদের চিঠি আমাদের পত্র

তুমি রসগোল্লার মত একটি চিঠি পাঠাও, আমি তোমাকে চমচমের মত একটি পত্র দেবো। পুষ্পের পাঠকবন্ধুরা সেই রসগোল্লা আর চমচম খেয়ে বলবে, আহা, কী মজা!!


যাহিদ বিন যায়নুল আবিদীন টাঙ্গাইল।

 ০ ... পুষ্পকে অবলম্বন করেই এগিয়ে যাওয়ার সাধনা করছি!

 ০০ ‘সাধনা’ লজ্জা পেতে পারে! যদি বলো ‘চেষ্টা করছি’ তাহলে বোধহয় উভয়ক‚ল রক্ষা হয়।

 ০ আপনি তো বলেন রসগোল্লার মত চিঠি পাঠাতে, আমাদের এলাকাটা আবার চমচমের জন্য বিখ্যাত, ওদিকে আপনার এলাকা বিখ্যাত রসগোল্লার জন্য। তাই আমি চমচমের মত চিঠি পাঠালাম, আপনি রসগোল্লার মত উত্তর দিন।

০০ মিষ্টি বদলে তোমার কী লাভ, আমারই বা কী লাভ! রস ছাড়া শুধু গোল্লার মত চলবে!

০ পুষ্পের জন্য আপনার যে বিপুল কষ্ট তা তো বলার অপেক্ষা রাখে না!

০০ বোঝারও কি অপেক্ষা রাখে না! কিংবা একটু সাহায্য করার! .......

০ সম্পাদক ভাইয়া, পুষ্প আবার প্রকাশিত হবে শুনে আগের মত আনন্দিত হতে পারলাম না!

০০ জানি, সবাই আনন্দিত হতে পারে না! 

০ কারণ আবার যদি লেজগুটিয়ে পালিয়ে যায়!

০০ পালাতে হলে লেজ গুটাতে হয়, জানি না তো! তুমি যখন মক্তবে বেত খেয়ে পালাতে তখন কী গুটাতে! 

০ পুষ্প কি আমাদের ভয় পায়! ভয় পাবে কেন, আমরা তো আর ভ‚ত না! 

০০ এবার জানা হলো তো, আগামীতে আর পালাবে না, আশা করছি!

০ গাছের নাম মোরগঝুটি, দেখতে বেশ সুন্দর, কিন্তু নামটা এমন যে মোরগের গন্ধ আসে! 

০০ তুমি তো গাছের নাম নিয়ে ব্যস্ত, এদিকে আমি তো তোমার নামটাই খুঁজে পেলাম না, না খামের উপরে, না খামের ভিতরে! তা তোমার একটা নাম রেখে দেই না কেন! ‘হুতোম বিন ভ‚তোম!’রাইয়ান বিন আব্দুল গাফফার শিকড় সাহিত্য মাহফিল, মোমেনশাহী

০ বৃটেন ও রাশিয়ার মত আমেরিকাও আফগানিস্তান থেকে লেজগুটিয়ে পালিয়েছে! 

০০ তাই! আমি তো দেখলাম, বিমানের লেজধরে পালিয়েছে!

০ এবার বিশ^নেতৃত্ব থেকে আমেরিকাকে লেজ টেনে নামাতে কত দিন লাগবে! 

০০ আমাদের লেজমুক্ত হতে যতদিন লাগে।

 

 আব্দুল মুকীত, জামেয়া হোসাইনিয়া, আরাবিয়া, মেলান্দ, জামালপুর

০ নিজেকে আপনি বুড়ো শিশু বলেন, আচ্ছা, বুড়ো হয়েও শিশু হওয়ার কায়দা আছে বুঝি!

০০ কায়দা আছে ফায়দাও আছে।

 ০ আচ্ছা, চমচম তৈরীর জন্য তো আপনাকে অনেক কষ্ট করতে হয়। তো চমচম তৈরীর পদ্ধতিটাই না হয় আমাদের শিখিয়ে দিন, তাহলে তো...

০০ এ রোগেই তো ঘোড়া মরেছে! তোমরা ভাবো, সবকিছু একঘুমেই শিখে ফেলবে, অথচ আমার শিখতে লেগেছে, বহু নির্ঘুম রাত, আর তার চেয়ে বেশী নিরলস দিন। যাক, সময়ের মূল্য সম্পর্কে তোমার লেখাটা ভালো।

আব্দুল্লাহ্ বিন আনোয়ার রাণীর পাড়া, গোলাবাড়ী, গাবতলী, বগুড়া

০ জনাব, রসগোল্লার পাতিল তো আছে, চমচমের থালাটা কোথায় গেলো?! 

০০ নতুন বুদ্ধি আর কি! রসগোল্লা তো আসে তোমাদের কাছ থেকে আমার কাছে, আর চমচম তো যায় আমার কাছ থেকে তোমাদের...! তাহলে বলো, চমচমের থালা কোথায় থাকার কথা!

০০ তোমার শিরোনামটি ভারি সুন্দর, ‘রসগোল্লা তৈরীর ক্ষুদ্র প্রচেষ্টা’!

 ০ অনেকের মতে এবারের সংখ্যার লেখাগুলো সাহিত্যমান নাকি আগের লেখাগুলোর চেয়ে কিছুটা অনুন্নত! আপনার কী মত?

০০ গরীবের আবার মত! আপনাদের মত বিজ্ঞ পাঠক, ক্ষ্যামা ঘেন্না করলেই বাঁচি! তবে আমার মনে হয়, আপনারা হলেন, নৌকার যাত্রী, যাদের মস্ত মস্ত জ্ঞান, আর আমি হলাম বেচারা মাঝি, যে কিনা সাঁতার ছাড়া কিছু জানে না!

শিহাবুদ্দীন জামিয়া ইসলামিয়া পটিয়া

০ আপনি কি জানেন পুষ্পের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। 

০০ তা সেই আকাশের উচ্চতা কত!

 ০ তো এককাজ করা যায় না! পুষ্পের পাঠকসমাজকে কেন্দ্র করে একটা রাজনৈতিক দল গড়া যায় না! 

০০ কত কিছুই তো যায়! এটা আর যাবে না কেন! তবে প্রশ্ন হলো, কোথায় যাবে এবং কতদূর যাবে! 

০০ আমরা তখন জোর শ্লোগান দেবো, সম্পাদক ভাইয়া জিন্দাবাদ!০ মানে, জিন্দা অবস্থায় আমাকে বাদ দিতে চাও! আমার অবশ্য আপত্তি নেই যদি ‘ওয়ারিছ আলাী’ কে খুঁজে পাও! লাওয়ারিছ অবস্থায় তো আর বাদ দিতে পারো না, ব্রাদার! 

০ আমার বিশ^াস নির্বাচনে আপনার প্রধানমন্ত্রী হওয়া ‘লা-শক, লা-শোবা, লা-রায়বা ফীহি!’

০০ জানতাম না তো, এমন গোপালভাঁড় এখনো বসত করে বঙ্গদেশে! তা নিজের চরকার চেয়ে আমারটা পছন্দ কেন!

বাসন্তি রানী, ঝালোকাঠি

০ আপনার উত্তরে আমি খুব খুশী। তাই সাহস করে একটা লেখা পাঠালাম!  

০০ আমিও খুশী! তা পাঠিয়েছো যে, বাহনটা কিসের, আদিযুগের, না আধুনিক যুগের! যাক, প্রতীক্ষায় থাকি! *


** ০ প্রিয় সম্পাদক সাহেব! জানতে ইচ্ছে করে,  তাবলীগ জামাতের বর্তমান সঙ্কটে আপনি কোন্ দলকে সমর্থন করেন! 

০০ যে দলটি সত্যের বেশী কাছে!

০ তৃতীয় একটি দল হলে কি ভালো হতো, যারা বিভক্ত দু’টি দলকে একত্র করতে পারে!

০০ কোরআন তো শুধু স্বামী-স্ত্রীর ক্ষেত্রেও মস্তবড় إنْ (যদি) ব্যবহার করেছে, আর এখানে তো দু’পক্ষেই জোয়ান মর্দ, তাও একদু’জন নয় হাযারে হাযার, কাতারে কাতার, তদুপরি...!

০ অর্থনীতি ও মুদ্রাস্ফীতির যে দুরবস্থা, যার মাশুল দিতে হচ্ছে আম জনতাকেই, অথচ দেশের সরকার...

০০ দেশের বহু মানুষ তো মনে করে, ‘আওয়ামী লীগ সরকার...!

তো এ সঙ্কট থেকে উদ্ধারের উপায় কী!

০০ উপায়টা ভুলে গিয়েছি, মনে হলে বলার ইচ্ছা আছে। 

০ বর্তমানে তুরস্কের কি ন্যাটো থেকে বের হয়ে আসা উচিত?

০০ রজব যা করবেন, আশা করি সেটাই তৈয়ব হবে!

০ দ্বীনী শিক্ষার পর জাগতিক শিক্ষা অর্জন কেমন?০০ দ্বীনী শিক্ষা ও কাওমী শিক্ষার রূপ ও স্বরূপ আগে বোঝ দরকার০ বিশেষ করে যদি মহৎ কোন উদ্দেশ্যে হয়!

০০ সেটা নির্ধারণ করার মানুষটি কে?

 যোবায় বিন রিয়ায (তুমি লিখেছো, আদীব হুযূরের তালিবে ইলম, দেখো, অনুসরণ ও অনুকরণ কিন্তু এক নয়! আর নিজের থেকে চিন্তা করে গ্রহণ করা, সে তো একেবারেই আলাদা।)

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা