জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

তোমাদের চিঠি / আমাদের পত্র

একটি চিঠি

লিখেছেনঃ সাজ্জাদ হোসাইন / মাদানীনগর মাদরাসা, ঢাকা

শেয়ার করুন:     
প্রিন্ট

 

প্রিয় সম্পাদক! আমার সালাম গ্রহণ করবেন। আশা করি ভালো আছেন। ...

পুষ্পের পাপড়িতে আমার লেখা ছাপা হবে এমন কোন উদ্দেশ্য আমার নেই। আমার আকাঙক্ষা শুধু এই যে,  আপনার সঙ্গে আমার হৃদয় ও আত্মার এবং চিন্তা ও চেতনার সেতুবন্ধন যেন গড়ে ওঠে, চিরকালের বন্ধন যা সত্যের পথে আমাকে প্রেরণা যোগাবে।

পুষ্পের সঙ্গে যখন আমার প্রথম দেখা এবং আপনার কলমের সঙ্গে যখন প্রথম পরিচয় তখন থেকেই আমার হৃদয়ের অঙ্গনে এক সবুজ স্বপ্নের জন্ম হয়েছিলো। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিদিন আমি কিছু পড়ি, কিছু শিখি এবং কিছু লিখি। ...


(সম্পাদক- তোমার পত্র পুরোটা আমি পড়েছি এবং তোমার অনুভব-অনুভূতি হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছি।

তোমার হস্তাক্ষর সুন্দর। লেখা বানানত্রুটি থেকে মুক্ত।

এখন দেখার বিষয় হলো, কথা ও কাজের মধ্যে দূরত্ব তুমি কতটা কমিয়ে আনতে পারো। আমি তোমার জন্য দু‘আ করি, আল্লাহ তোমাকে তাওফীক দান করুন, আমীন।

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা