জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

তোমাদের চিঠি / আমাদের পত্র

পুষ্পের চিঠি, পুষ্পের উত্তর

লিখেছেনঃ আব্দুল্লাহ আশরাফ / জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ

শেয়ার করুন:     
প্রিন্ট

 

(পুষ্পের উদ্দেশ্যে চিঠিটি লিখেছে জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ থেকে আব্দুল্লাহ আশরাফ)

০ প্রিয় পুষ্প! তুমি এত সুন্দর কেন?

০০ তোমরা যে সুন্দর, আমি যে তোমাদের প্রিয় পুষ্প!

০ তোমার প্রতিটি পাপড়িতে কিসের সুবাস?

০ তোমাদের লেখার সুবাস। তোমাদের লেখাগুলো যে গোলাবজল দিয়ে লেখা, কিংবা জাফরানের কালি দিয়ে!

০ কীভাবে তুমি দূরকে এত কাছে টানো? কিসের আকর্ষণে?

০০ তোমরাই না আমাকে আপন করে কাছে টেনে নিয়েছো! এটা যদি হয় আকর্ষণ, তবে তা ভালোবাসার আকর্ষণ!

০ তুমি শিখিয়েছো কলমের কালি দিয়ে শব্দের ফুল ফুটিয়ে লেখার মালা গাঁথতে।

০০ সেই মালা তোমরা পরিয়ে দাও আমার গলায়; তোমরা কত ভালো!

০ তুমি শিখিয়েছো তুলির আঁচড়ে শিল্পীর মত ছবি আঁকতে; জীবনের ছবি এবং প্রকৃতির ছবি।

০০ সেই ছবিতে তোমরা আমাকে সাজাও। তাতে আমি হই আরো সুন্দর। তোমরা কত ভালো!

০ তোমার কাছে আমরা শিখেছি রঙ্গিন ডানা মেলে প্রজাপতির মত উড়তে, পাখিদের মত গান গাইতে, আর তারাদের মত জ্বলজ্বল করতে।

০০ তোমাদের নিয়ে আমি স্বপ্ন দেখেছি।  তোমরা আমার স্বপ্নের পাখী, স্বপ্নের প্রজাপতি, তোমরা আমার স্বপ্ন-আকাশের তারা। তোমরা কত ভালো!

০ আমাদের চলার পথে তুমি আলো জ্বেলেছো। তোমাকে ধন্যবাদ হে প্রিয় পুষ্প!

০০ আমি তো শুধু আমার কর্তব্য করেছি!

০ আমরা কখনো তোমাকে ভোলবো না হে প্রিয় পুষ্প!

০০ আমিও না।

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা