মুহাররম ১৪৪৫ হিঃ

কিশোর পাতা

পুষ্পের প্রতীক্ষায়!

শেয়ার করুন:     
প্রিন্ট

আব্দুল্লাহ্ তামীম, পাঠানকোট, সদর দক্ষিণ, কুমিল্লা

বাগানে ফুল ফোটে, সুবাস ছড়ায়। তাতে হৃদয়-মন সুবাসিত হয়। তেমনি পুষ্প হলো আমার স্বপ্নের ফুল। তাই আমি পুষ্পের প্রতীক্ষায় থাকি। কিন্তু প্রতীক্ষা যে আর শেষ হয় না! পুষ্প যে আর আসে না! পুষ্পের এমন বিচ্ছেদ আমি যে সইতে পারি না!

রাজধানী থেকে দূরে একপাড়া গাঁয়ে আছি বলেই হয়ত আমার প্রতি পুষ্পের এ উপেক্ষা!

০০ নাহ, পুষ্প নিজেই তো দীর্ঘ দিন অসুস্থ ছিলো। তাই আসতে পারেনি, তোমার খোঁজ নিতে পারেনি। এবার থেকে দেখো, ঠিকই খুঁজে খুঁজে তোমার কাছে চলে আসবো, যত দূরেই থাকো। পাড়াগাঁ কিন্তু আমার কাছে শহরের চেয়ে অনেক প্রিয়। শহরে তো আমার দমবন্ধ হয়ে আসতে চায়। তোমার ওখানে তো কী মুক্ত নির্মল বায়ু! আসছি, আমি আসছি!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা