জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

কচি ও কাঁচা

আমার তখন ভালো লাগে

লিখেছেনঃ আয়েশা আক্তার আবিদা ( চান্দিনা, কুমিল্লা)

শেয়ার করুন:     
প্রিন্ট

 

পাখীরা যখন নীল আকাশে ডানা মেলে উড়ে, কোথায় যায় জানি না, আমার খুব ভালো লাগে। আমি পাখিদের দিকে তাকিয়ে থাকি। পাখীগুলো আর দেখা যায় না। আমার তখন ইচ্ছে করে ডানা মেলে উড়ে চলে যাই পাখিদের কাছে । কিন্তু আমার যে ডানা নেই!  পাখিদের তো অনেক ডানা; সব পাখী মিলে আমাকে দু’টি ডানা দিতে পারে না!

পরীরা তো অনেক ভালো। পরিদের তো ডানা আছে। একটি পরীর সঙ্গে দেখা হলে বলবো, পরী লো পরী! আমাকে নিয়ে যাও না তোমার সঙ্গে মেঘের রাজ্যে, তোমাদের দেশে!

এই যে প্রজাপতিটা বাগানে উড়ছে, কি সুন্দর ডানাদু’টো! আমার ইচ্ছে করে প্রজাপতি হয়ে ফুল থেকে ফুলে উড়ে বেড়াই।


 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা