লেখা শুরুর এবং পড়া শুরুর আগে
আসুন, এ মহাদুর্যোগ থেকে মুসলিম উম্মাহর হেফাযতের জন্য, ইহুদিয়াতের দখল থেকে আলকুদস-আলআকছা ও ফিলিস্তীনের মুক্তির জন্য রাহমান-রাহীম আল্লাহর দরবারে মুনাজাত করি, সেই মুনাজাত যা আমাদের পেয়ারা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) করেছিলেন তায়েফের যমীনে দুশমনের পাথর-আঘাতে লহুলাহান হয়ে
اللهم إليك أشكو ضعف قوتي وقلة حيلتي و هواني على الناس، يا أرحم الراحمين، أنت رب المسضعفين، و أنت ربي، إلى من تكلني؟ إلي بعيد يتجهّمني؟ أم إلى عدو ملّكته أمري؟ إن لم يكن بك علي غضب فلا أبالي ولكن عافيتك هي أوسع لي، أعوذ بنور وجهك اللذي أشرقت له الظلمات، و صلح عليه أمر الدنيا و الآخرة من أن تنزل بي غضبك أو يحل علي سخطك، لك العتبى حتى ترضى، و لا حول و لا قوة إلا بك
হে আল্লাহ, আপনারই সমীপে অনুযোগ আমার শক্তিহীনতার, আমার উপায়হীনতার এবং মানুষের নযরে আমার মূল্যহীনতার। হে সকল দয়ালুর বড় দয়ালু, আপনি হীনবলদের প্রতিপালক এবং আপনি আমার প্রতিপালক। কার হাতে আপনি আমাকে তুলে দিচ্ছেন! এমন আজনবীর হাতে যে আমার প্রতি বিদ্বিষ্ট, কিংবা এমন শত্রুর হাতে, যাকে আমার বিষয়ে ‘ছুট’ দিয়েছেন!! আমার প্রতি যদি আপনার অসন্তুষ্টি না থাকে তাহলে তো কোন পরোয়া নেই, তবে আপনার নিরাপত্তা আমার জন্য অধিকতর প্রশস্ত। আমি আপনার মুখমণ্ডলের নূরকে আশ্রয় করছি, যে নূরে উদ্ভাসিত হয় সকল অন্ধকার এবং সংশোধিত হয় দুনিয়া ও আখেরাতের সকল বিষয়, আশ্রয় গ্রহণ করছি আমার প্রতি আপনার ক্রোধ বা অসন্তুষ্টি নেমে আসা হতে। আপনারই জন্য তো আমার ‘সন্তুষ্টিসাধনের প্রয়াস’, যাতে আপনি সন্তুষ্ট হন। আর কোন ক্ষমতা ও শক্তি নেই আপনার আশ্রয় ছাড়া।
কুদসের তারানা। نشيد القدس
তাদের বিরুদ্ধে আমরা লড়বো, আমরা সম্মিলিত প্রতিরোধ গড়বো। ছিনিয়ে নেয়া অধিকার ছিনিয়ে আনবো। সর্বশক্তি দিয়ে আমরা তাদের রোধ করবো। ন্যায় ও সত্যের শাণিত অস্ত্রে আমরা ‘বীরভূমি’ উদ্ধার করবো। এই দীর্ঘ লজ্জা ও লাঞ্ছনার পর আমরা কুদসের পবিত্রতা ফিরিয়ে আনবো। তাদের দুর্গ গুঁড়িয়ে আমরা এগিয়ে যাবো, এমন সগর্জনে যা তাদের হৃৎকম্প সৃষ্টি করে। নিজের হাতে আমরা এ কলঙ্ককালিমা মুছে ফেলবো। সর্বশক্তি দিয়ে আমরা তাদের প্রতিহত করবো। খণ্ডিত ভূমি, এ অঙ্গচ্ছেদ কিছুতেই মানবো না। একমুঠ বালুও ছাড়বো না, এ অপমান কিছুতেই সইবো না। ভূমি কেঁপে ওঠবে, আগুন জ্বলে ওঠবে; তাদের ভস্ম করবে। বন্দীভূমির গর্ভে আজ লাভা টগবগ করছে!! |
سنخوض معاركنا معهم و سنمضي جموعا نردعهم و نعيد الحق المغتصب و بكل القوة ندفعهم بسلاح الحق البتاري سنحرر ارض الاحراري و نعيد الطهر الى القدس من بعد الذل و ذا العاري و سنمضي ندك معاقلهم بدوي دائما يقلقهم و سنمحو العار بأيدينا و بكل القوة نردعهم لن نرضى بجزء محتل لن نترك شبرا للذل ستمور الارض و تحرقهم في الارض براكين تغلي |