জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

তোমাদের পাতা

যে চিঠির কোন উত্তর নেই

লিখেছেনঃ আবুল মনছূর মুহম্মদ রিয়াযুদ্দীন ফরিদাবাদ, (গেন্ডারিয়া, ঢাকা)

শেয়ার করুন:     
প্রিন্ট

 

আশা করি আপনি ভালো আছেন, তবে আপনার পুষ্প মনে হয় ভালো নেই। কারণ ঊনিশতম সংখ্যার লেখাগুলোতে এত ভুল ছিলো যে, মনে হয়নি এগুলো আপনার সম্পাদনা। ... আপনার মেধা কি দিন দিন  দুর্বল হয়ে যাচ্ছে, না বয়সের ভারে আপনার...? তাহলে তো পুষ্পের সম্পাদকপদে আপনার বসে থাকার কোন অধিকার নেই! এখন ডিজিটাল যুগ। সুতরাং কোন ডিটিজাল সম্পাদকের হাতে দায়িত্ব ছেড়ে দিন।

এমনিতেই পুষ্প বিক্রি (!) করতে গিয়ে হিমশিম খাই, তার উপর পত্রিকার এই যদি হয় হাল তাহলে তো...।

আপনি পুষ্প বের করেছেন ‘মাসিক’ নামে, কিন্তু মাসের তো কোন খবর নেই! যদি নিয়মিত বের করতে না পারেন তাহলে...।

এর আগে অনেকগুলো লেখা পাঠিয়েছিলাম। সেগুলো পত্রিকার পাতায় দেখি না কেন?

(গায়বি আওয়াযঃ ও! এটাই তাহলে আসল কারণ!)

আপনি কি আমাদের লেখা কাগজগুলো সেরদরে বিক্রি করে ...?

(গায়বি আওয়াযঃ দূর মিয়াঁ, সেরদরে তো দূরে, কাগজওয়ালারা তো মনদরেও...!)

আমাদের লেখাগুলো যদি পুষ্পের পাতায় ছাপা হতো তাহলে আমরা মনে উৎসাহ পেতাম ... মনে উৎসাহ না ‘আসলে’ ভালো লেখা বের হবে কোত্থেকে?

(গায়বি আওয়াযঃ তোমার প্রস্তাবিত ডিজিটাল সম্পাদকের অপেক্ষায় থাকো।)

আপনি আমাদের লেখা পাঠাতে বলেন, কিন্তু কোন্ ঠিকানায় পাঠাবো? পত্রিকার পাতায় তো কোন ঠিকানা নেই? অন্তত আপনার যদি একটা ই-মেইল থাকতো! ...

আমার এ লেখাটা অবশ্যই ছাপাবেন, নইলে বোঝবো আপনি বড় ...।

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা