একটি সত্য আমি জেনেছি, অনেক কাঠ জ¦ালিয়ে এবং অনেক খড় পুড়িয়ে, পৃথিবীতে কলমের চেয়ে শুভ কিছু নেই, যদি কলম মানুষের জীবনে কিছু আলো ছড়ায়; যদি কলম মানুষের চিন্তায় চেতনায় কিছু পবিত্রতা আনতে পারে; যদি কলম মানুষের চলার পথে যোগাতে পারে প্রয়োজনীয় পাথেয়।পৃথিবীতে কলমের চেয়ে অশুভ কিছু নেই যদি কলম মানুষের জীবনে অন্ধকার ছড়ায়; কলম যদি মানুষের চিন্তায় চেতনায় বিষ ঢালে, কলুষ ছড়ায়; কলম যদি মানুষের চলার পথে ফুল নয়, কাঁটা বিছায়!পৃথিবীতে কলমের চেয়ে সুন্দর কিছু নেই যদি কলম মানুষ ও মানবতাকে সুন্দরের পথে আহŸান জানায়! যদি কলম মানুষ ও মানবতাকে শান্তির পথ দেখায়; যদি কলম সবাইকে ভালোবাসতে শেখায়, আর ভাইকে ভাই বলে ডাকতে শেখায়!পৃথিবীতে কলমের চেয়ে অসুন্দর কিছু নেই, যদি কলম মানুষ ও মানবতাকে অসুন্দরের পথে নিয়ে যায়; যদি কলম মানুষ ও মানবতাকে অশান্তির পথে, খুন ও আগুনের পথে নিয়ে যায়; যদি কলম সবাইকে ঘৃণা ও হিংসা-বিদ্বেষ শেখায়, আর ভাইকে ভাইয়ের গলা কাটার মন্ত্রণা দেয়।পৃথিবীতে কলমের চেয়ে কল্যাণকর কিছু নেই, যদি কলম হয় মানুষ ও তার ¯্রষ্টার মাঝে বিশ^াসের সেতুবন্ধন!পৃথিবীতে কলমের চেয়ে অকল্যাণকর কিছু নেই, যদি কলম মানুষকে তার ¯্রষ্টা থেকে দূরে নিয়ে যায়, যদি কলম মানুষ ও তার ¯্রষ্টার মাঝে অবিশ^াসের প্রাচীর তৈরী করে এবং ....
***
পৃথিবীতে কত কলম আছে! কত কালি ও কাগজ আছে! পৃথিবীতে প্রতিদিন কত শব্দ লেখা হয় কলমের কালিতে কাগজের পাতায়!প্রতিটি কলমের কালি কি আলো হয়ে ঝরে! কাগজের কালো কালো হরফগুলো কি আলোর মত ঝলমল করে! মানুষকে আলোর পথে, সত্য ও সুন্দরের পথে আহŸান জানায়! প্রতিটি কলম কি শন্তির জন্য কবিতা লেখে! প্রীতি ও সম্প্রীতির গান রচনা করে!যখন থেকে আমার হাতে কলম উঠেছে তখন থেকেই এ জ¦লন্ত প্রশ্নগুলো আমাকে দগ্ধ করেছে! যে উত্তর পেয়েছি, আমার হৃদয়ের জগতে তা প্রশ্নের দহন যন্ত্রণাই শুধু আরো বাড়িয়ে দিয়েছে।তারপর আমার চিন্তার জগতে নতুন কিছু প্রশ্নের উদয় ঘটেছে।কলম কখন পবিত্রতা অর্জন করে! কালো কালি কখন উজ¦ল আলো ছড়ায়! কাগজ কখন শুভ্রতার প্রতীক হয়!কলম কখন আলোর পথে, সত্য ও সুন্দরের পথে আহŸান জানায়!কলম কখন শান্তির জন্য কবিতা লেখে! প্রীতি ও সম্প্রীতির গান রচনা করে!কলম যখন কলবের বন্ধন গ্রহণ করে, আর কলব যখন পরম সত্তার আলোকস্পর্শ গ্রহণ করে; হৃদয় যখন সজীব ও জীবন্ত হয়; হৃদয়ের ঝর্ণায় যখন আলোর প্রবাহ সৃষ্টি হয় তখনই শুধু কলম পবিত্রতা অর্জন করে এবং পবিত্রতার বিস্তার ঘটায়! তখনই শুধু কালি ও কাগজ শুভ্রতা ও জ্যোতিমর্য়তা লাভ করে! তখনই শুধু ...!কিন্তু কলম যদি...!