শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

মুহাররম ১৪৪৫ হিঃ | সংযোজিত

বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী?

বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী?

প্রশ্নটি অনেক দিন থেকে আমার চিন্তায় ঘোরপাক খাচ্ছিলো। সঠিক ও সুন্দর কোন উত্তম খুঁজে পাচ্ছিলাম না। একজন জ্ঞানী মানুষ বিষয়টা আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন।

তিনি বললেন, বিজ্ঞান হলো চিন্তা! চিন্তার মাধ্যমে কোন অজানা রহস্য জানতে পারা। আর প্রযুক্তি হলো ঐ চিন্তাকে ব্যবহার করে কোন কাজ করা, কোন জিনিস তৈয়ার করা।গাছ থেকে আপেল পড়লো মাটিতে! নীচের দিকে কেন পড়লো, উপরের দিকে কেন গেলো না! এই চিন্তা করে বিজ্ঞানী মাধ্যকর্ষণ শক্তির রহস্য আবিষ্কার করলেন, আর ঐ চিন্তা কাজে লাগিয়ে একজন রকেট বানালেন।

আগের জন বিজ্ঞানী, পরের জন প্রযুক্তিবিদ। বিজ্ঞানী দেশের সম্পদ, তবে প্রযুক্তিবিদ দেশের মহাসম্পদ! যদিও সত্য যে, বিজ্ঞানের পথনির্দেশনা ছাড়া প্রযুক্তির অগ্রযাত্রা অসম্ভব!