আম্মু আমাকে আস্ত একটা আনার দিলেন! আমি কিন্তু একা খাবো না, সবাইকে দিয়ে খাবো! আনারটা দু’ভাগ করলাম! এই দেখো, দানাগুলো কী সুন্দর করে সাজানো! কে যেন কত যত্ন করে দানাগুলো সাজিয়েছে আমার জন্য! আমাকে মায়া করে, আমাকে ভালোবেসে!
কে তিনি! আনার আগেও দেখেছি, আনারের দানা খুলে খুলে কত মজা করে খেয়েছি! কিন্তু কখনো দেখিনি তো আনারের ভিতরের সৌন্দর্য! কখনো ভাবিনি তো, কে সাজিয়েছেন আনারের দানা আমার জন্য! আমাকে মায়া করে, আমাকে ভালোবেসে! আজ ভাবলাম কীভাবে! আমার অন্তরে আজকের এ ভাবনা কার দান? কে তিনি! তিনি আমার আল্লাহ্
(একজন বুড়ো শিশু, যার বয়স আশি হয় হয়!)