সবাইকে
জীবন তো খুব সংক্ষিপ্ত, অথচ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বড় দীর্ঘ এবং জীবনের গন্তব্য বহু দূর। জীবনের পথ একা একা পাড়ি দেয়া বড় কঠিন। জীবনের পথে তাই আমি চলতে চাই তোমাদের সবার সঙ্গে; জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য আমি অর্জন করতে চাই তোমাদের সবার মধ্যে থেকে; জীবনের গন্তব্যে আমি পৌঁছতে চাই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। জীবনের পথে আসতে পারে কত বিপদ-দুর্যোগ! কত ঝড়-তুফান! কত প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা! আমি চাই সব বিপদ-দুর্যোগের মুখে একসঙ্গে থাকতে; সব ঝড় -তুফানের একসঙ্গে মুকাবেলা করতে এবং সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা একসঙ্গে অতিক্রম করতে। আসবে তোমরা আমার সঙ্গে, জীবনের ঐ দূর গন্তব্যের পথে!? ধরবে আমার হাতখানি! দেবে তোমাদের হাতখানি আমাকে ধরতে!?