শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

রবিউল আউয়াল ১৪৪০হিঃ (৩/৭) | কচি ও কাঁচা

সম্পাদক ভাইয়ার সঙ্গে খুনসুটি!

০ সম্পাদক ভাইয়া! এবার কিন্তু আমি অনেক্ষণ থাকবো!

০০ থাকো না যতক্ষণ খুশী! জায়গা কিন্তু এই এতটুকুই!!

০ বসে বসে অনেক জ্বালাতন করবো! একটুও রাগ করা চলবে না!

০০ চলবে না তো না চলুক! আমি এই যে দিলাম ঘুম! যখন জ্বালাতন করা শেষ হবে, জাগিয়ে দিয়ো। পুষ্পকলিদের জন্য অনেক মজার লেখা লিখতে হবে তো আজ!

০ এই যে আপনার টেবিলের উপর এটা কী সম্পাদক ভাইয়া! বেশ সুন্দর তো! এটা দিয়ে কি আপনি খেলা করেন?

০০ চোখটা লেগে এসেছিলো তো, ভালো করে শুনতে পাইনি, আবার বলো না লক্ষ্মীটি!

০ আচ্ছা, আবার বলছি। শুঁটকি খেতে খুব পছন্দ করেন?

০০ না, না, ও তো বেড়ালের খাবার! আমার পছন্দ হলো দুধভাত!

০ (হাততালি দিয়ে) এবার ঠকেছে সম্পাদক ভাইয়া! দুধ তো খায় বেড়ালে, চুক, চুক!!

০০ কাল যে দেখলাম তুমি খেলে, বাটি ভরে!

০ বেড়ালটা মিঁউ মিঁউ করছিলো তো, ভালো করে শুনতে পাইনি, আবার বলুন না লক্ষ্মী ভাইয়া!

০০ আচ্ছা, আবার বলছি। তোমার মা, ঐ যে দেখো, বসে আছেন দুধভাত মেখে। মায়ের হাতে দুধভাত খেতে কত মজা! তাড়াতাড়ি যাও না লক্ষ্মীটি!

০ যাচ্ছি গো যাচ্ছি! তুমি না, বড্ড চালাক!!

০০ (মনে মনে) জ্বালাতন করতে পারে বটে! যাক বাঁচা

 গেলো!

০ দুধভাত খেয়ে আবার আসছি, জাগনা থেকো কিন্তু ...!!