তোমাকে জানাই আমার হৃদয়ের গভীর থেকে উৎসারিত অকৃত্রিম ভালোবাসা। তোমার সঙ্গে আমার প্রথম মিলনের দিনটি আজো ভুলিনি আমি। এখনো আমার অন্তরে তার স্মৃতি জ্বল জ্বল করছে। আম্মুর সঙ্গে অসঙ্গত আচরণ করেও মনে হয়নি কোন অন্যায় করেছি, বরং আম্মুর তিরস্কারকেই মনে হয়েছে...! তাই বড় ভাইয়ের কামরায় গিয়ে মনের দুঃখে কাঁদছিলাম, আর তখনই দেখা পেলাম তোমার। হাতে নিলাম নিছক কৌতূহলের বশে। আর তাতেই আমার জীবনে একটি কোমল পরিবর্তন! অনুশোচনা হলো। আম্মুর কাছে মাফ চাওয়ার অনুভূতি জাগ্রত...!!আহমাদুল্লাহ বিন যাহিদুল্লাহ