সান্নিধ্য।নফসের সংশোধনের ক্ষেত্রে আমাদের বড়রা শুরু থেকে যে কথাটি বলে আসছেন তা এই যে, নফসের যে দোষ ও মন্দ খাছলতগুলো আছে, দীর্ঘ সাধনা ও মোজাহাদা এবং এলাজ ও চিকিৎসার মাধ্যমে তা দমন করা, সংযম ও নিয়ন্ত্রণের মধ্যে রাখা, আল্লাহর রহমতেএটা তো সম্ভব, কিন্তু তা একেবারে নির্মূল করা, এটা সম্ভব নয়। তাই শুরু থেকেই আমাদের চেষ্টা হতে হবে, নফসের মন্দস্বভাবগুলো দমন করার এবং সংযম ও নিয়ন্ত্রণের মধ্যে রাখার। নির্মূল করার চেষ্টা বরং শরীর ও হৃদয় উভয়েরই ক্ষতির কারণ হতে পারে।আরেকটা কাজ হলো, মন্দ স্বভাব-গুলোকে মন্দ থেকে ভালোর দিকে ফিরিয়ে দেয়া। যেমন ক্রোধ; দুনিয়ার কোন স্বার্থে কারো প্রতি ক্রদ্ধ না হয়ে দ্বীনের দুশমনদের প্রতি কোধ প্রকাশ করা।আমরা যদি চাই আল্লাহর প্রিয় হতে তাহলে নফসের সংশোধনের পথে