আমি বেঁচে থাকতে চাই, শুধু পৃথিবীর সৌন্দর্যের জন্য নয়, শুধু জোসনার আলো এবং ভোরের শিশিরের জন্য নয়, এমনকি নয়, সবচে’ সুন্দর সৃষ্টি ফুলের সুবাসের জন্যও।আমি বেঁচে থাকতে চাই; কারণ আমার চারপাশে আছে মানুষের সমাজ। আছে অসংখ্য শিশু-কিশোর তরুণ। আমি চাই, তাদের জন্য সুন্দর শিক্ষার ব্যবস্থা করতে এবং সুন্দর সংস্কৃতির উপর তাদের গড়ে তোলার চেষ্টা করতে। আমি চাই, শৈশব থেকেই তারা যেন পরিচ্ছন্ন রুচি ও সুস্থ চিন্তার অধিকারী হয়। ¯্রষ্টার সঙ্গে প্রেম ও ভালোবাসার এবং আনুগত্য ও কৃতজ্ঞতার একটি পবিত্র সম্পর্ক যেন গড়ে ওঠে।আমি চাই, প্রতিটি জীবন যেন হয় আলোর প্রদীপ, যা থেকে প্রজ্বলিত হবে আধপগামী জীবনের আরো লক্ষ প্রদীপ।পৃথিবী থেকে- পৃথিবীর আলো-বাতাস, পৃথিবীর সজীব বসন্ত ও ফুলের সুবাস- এগুলোর মায়া ছিন্ন করে পৃথিবী থেকে তখন আমি বিদায় নিতে পারবো হাসিমুখে, হৃদয় ও আত্মার তৃপ্তি নিয়ে। আমার চারপাশের শিশু-কিশোর-তরুণরা যদি আমার এ চেতনা গ্রহণ করে হতে পারে আলোর মিনার ...!!