হে আল্লাহ, সত্যকে সত্যরূপে গ্রহণ করার এবং মিথ্যাকে মিথ্যারূপে বর্জন করার শক্তি আমাদের দান করুন।অনুকূল-প্রতিকূল সকল অবস্থায় আমরা যেন সত্য বলি এবং মিথ্যাকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করতে পারি।‘যখন কথা বলে মিথ্যা বলে’ এটা তো মুনাফিকের আলামত; তো নেফাকের অভিশাপ থেকে হে আল্লাহ! আপনি আমাদের রক্ষা করুন। যারা সত্য বলে, সত্যের পথে চলে, যারা সত্যবাদী, আমরা যেন তাদের সঙ্গে চলি।যারা মিথ্যা বলে, মিথ্যার পথে চলে, যারা মিথ্যাবাদী, আমরা যেন তাদের সংস্পর্শ থেকে দূরে থাকি, হে আল্লাহ, আপনি আমাদের সে তাওফীক দান করুন!! আপনি তো সর্বোত্তম দাতা!!