আ হ্ লা ন্ ওয়া সা হ্ লা ন্
আকাশ থেকে শিশির ঝরে; চোখ থেকে অশ্রু ঝরে এবং হৃদয় থেকে রক্ত। শিশিরে সিক্ত হয়ে, অশ্রুতে স্নাত হয়ে এবং রক্তে আপ্লুত হয়ে একটি কলির উন্মেষ ঘটে। সেই কলি ধীরে ধীরে ফুল হয়ে ফোটে। তখন তাতে শিশিরের স্নিগ্ধতা, অশ্রুর উষ্ণতা এবং রক্তের লালিমা, রক্তের উচ্ছ্বাস ও রক্তের ঘ্রাণ থাকে ।এই সবের মিশ্রণে যে ফুল, তার নাম পুষ্প!এই অনুভব-অনুভূতি ছায়ায় পুষ্পের সঙ্গে কিছু সময় যাপন করেছি। প্রিয় পাঠক, এখন বিসমিল্লাহ বলে সেই পুষ্পের পাপড়িগুলো আপনার হাতে তুলে দিলাম, আপনিও কিছু পবিত্র সময় পুষ্পের সঙ্গে যাপন করুন।আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন। আল্লাহর ইচ্ছায় জীবনের প্রদীপ যদি আলোদান অব্যাহত রাখে, আবার আমরা একত্র হবো যথাসময়ে, ইনশাআল্লাহ!!- সম্পাদক
লেখা শুরু করার আগে এবং পড়া শুরু করার আগে, প্রিয় পাঠক, আসুন আমরা আল্লাহর কাছে মুনাজাত করি এবং আশ্রয় গ্রহণ করি ঐ মুনাজাতের নূর ও নূরানিয়াতের যা আমাদের পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বদরের ময়দানে ‘আরীশ’-এর অভ্যন্তরে সিজদায় লুটিয়ে
اﻟﻠﻬﻢ أﻧـﺠـــﺰ ﻟـﻲ ﻣﺎ وﻋﺪﺗــﻨـﻲ، اﻟﻠﻬﻢ آت ﻣـﺎ وﻋﺪﺗــﻨـﻲ، اﻟﻠﻬﻢ إن ﺗـﻬﻠﻚ ﻫﺬﻩ اﻟـﻌـﺼﺎﺑــﺔ ﻣﻦ أﻫﻞ اﻹﺳﻼم ﻻ ﺗــﻌـﺒـﺪ ﰲ اﻷرض
হে আল্লাহ, যা ওয়াদা করেছেন অনুগ্রহ করে তা পূর্ণ করুন! হে আল্লাহ যা প্রতিশ্রতি দিয়েছেন অনুগ্রহ করে তা দান করুন! হে আল্লাহ, ইসলামের অনুসারী এই জামাতটি হালাক হয়ে যায় তাহলে যমীনে আরতোমার ইবাদত হবে না।
দু‘আর আকুল আবেদন
আমাদের সবার বড় মুহব্বতের দ্বীনী ভাই শামসুল আরেফীন; তার বয়োবৃদ্ধ আব্বা গুরুতর অসুস্থ অবস্থায় শয্যাশায়ী। পুষ্পের সকল পাঠকের নিকট আকুল আবেদন; আমরা যেন তাঁর আরোগ্যের জন্য অন্তর দিয়ে দু‘আ করি; এই দু‘আটি বেশী বেশী পড়ি
اﻟﻠﻬﻢ اﺷﻔﻨﺎ واﺷﻒ ﻣﺮﺿﺎـﻨـﺎ وﻣﺮﺿﻰ اﻠﻢﺴﻠﻤﲔ