শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

আল কুদসসংখ্যা (৩/২) | কাশগর ও কায়রো

খবর/মন্তব্য

সোজা খবর/বাঁকা মন্তব্য

বাঁকা খবর/সোজা মন্তব্য

 

০ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানীরূপে স্বীকৃতি দান করেছেন!

০০ সরি, স্যার! দান করা ভালো, তাই বলে অন্যের জিনিস!!

তেল নিচ্ছেন, আরো নিন! অস্ত্র বিক্রি করছেন, খুব করুন!! কিন্তু আলকুদস! আলআকছা!! সরি, স্যার, এটা আমাদের জন্য ‘লালরেখা’ । শুনতে পাচ্ছেন ‘মিয়াঁ ছাব!!

০ এরদোগান-থেরেসা ফোনালাপ; উভয় নেতা একমত হয়েছেন যে, জেরুসালেম নিয়ে মার্কিন সিদ্ধান্তের পরই সমস্যা আরো জটিল হয়েছে ....

০০ যার শুরু হয়েছিলো ‘বেলফোর থেকে, যার শতবর্ষপূর্তি উৎসব পালন করেছেন থেরেসা! নীতিটার নাম ‘কূট’ হওয়ারই কথা! বড় সার্থক নামকরণ!!

০ নিরাপত্তাপরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্র তোপের মুখে পড়েছে। এমনকি দেশটির মিত্র হিসাবে পরিচিত যুক্তরাজ্য ও ফ্রান্সও ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

০০ কথার তোপের পরোয়া থোড়াই করে, যাদের আছে বারুদের তোপ!!

তবে প্রশ্ন হলো, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যুক্তি করেই তো ইসরাইল পয়দা করেছে। তা এখন এ ‘খুনসুটির’ কী মতলব!!

০ ভোট ও ভেটোর লড়াই। খবরে প্রকাশ, পনের সদস্যের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে চৌদ্দটি দেশই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে ভেটোক্ষমতার অধিকারী যুক্তরাষ্ট্র প্রস্তাবটি বাতিল করার জন্য ভেটো প্রয়োগ করেছে। সুতরাং বলা যায়, যুক্তরাষ্ট্র ভোটে হারলেও ভেটোতে জিতেছে।

০০ জ্বি, তা তো বলাই যায়, তবে কিনা ভোটের জিতে মর্যাদা আছে, ভেটোর জিতে আছে লজ্জা। অবশ্য যদি লজ্জা থাকে, যা মার্কিন প্রেসিডেন্টেদের ...। এত এত ‘কেলেঙ্কারির’ পরো কেমন দিব্বি খেয়ে দেয়ে ঘুরে বেড়ায়!!

০ সাধারণ পরিষদের ভোটাভুটিতে একঘরে হওয়া ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসঙ্ঘের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেছেন, জাতিসঙ্ঘ হলো মিথ্যার কারখানা!

০০ বড়ই সত্য কথা! এই মিথ্যার কারখানা থেকেই তো জনাব, আপনার দেশটা পয়দা হলো, বিলকুল নাজায়েয তরীকায়। তাই তো মিথ্যার কারখানার ‘প্রডাকশন’ আমরা মানতে পারি না! ওকে!!

০ জেরুসালেম প্রশ্নে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে চান তুরস্কের এরদোগান!

০০ চান মানে! অলরেডি দিয়েই তো চলেছেন!! বাদশাহ সালামত তো এখন!!

০ ফিলিস্তীনিদের জেরুসালেমের অধিকার ছেড়ে দিয়ে পরিবর্তে জেরুসালেমের পার্শ্ববর্তী শহর আবুদিসকে রাজধানী হিসাবে মেনে নিতে পরামর্শ দিয়েছেন সউদী ক্রাউন প্রিন্স।

০০ আপনাকে বিশ্বাস করতেই হবে, এটা সত্য ঘটনা! আসলে প্রিন্স আর প্রিন্সেসদের ব্যাপার-স্যাপারই তো আলাদা! দানের হাত ওদের সবসময়ই লম্বা!!

(‘আকছা’ চীজ কেয়া হ্যয়, আপ মেরী জান লীজিয়ে/ব্যস একবার মেরা কাহা মান লীজিয়ে)

০ গাজায় নিরস্ত্র বিক্ষোভ-কারীদের দমন করার জন্য ইসরাইলের বিমান হামলা!!

০০ বোঝা যায়, বেটারা ভালোই  ভয় পেয়েছে! তাই ‘বাচ্চা মারতে কামান দাগা’!!

০ ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন এর ফলে এ অঞ্চলকে মারাত্মক পরিণতি বহন করতে হবে। Ñমাহমূদ আব্বাস

০০ সাহস তো কম নয়! আপনি মিয়াঁ ভাই শান্তির পক্ষের মানুষ, আপনি এত গরম কথা ‘বলতেছেন’ কেন্!!

আপনার কাম হইল হামাসনিধন। তো আপনি নিজের চরকায়...!!

০ সাধারণ পরিষদে সউদী আরব প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে!

০০ মাইন্ড কইরেন না হুযূর! ওসব কিছু না!

إنا معكم إنما نحن ...

০ সাধারণ পরিষদে বাংলাদেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে!

০০ স্যচ! স্যচমুচ!! সবাই বলেন, সুবহানাল্লাহ!!

০ বিন সালমান মাহমুদ আব্বাসকে রিয়াদে ডেকে এনে বলেছেন, যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র দেশ যারা ইসরাইলের উপর চাপ প্রয়োগ করতে পারে, যা ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া বা চীন পারবে না।

০০ ‘সউদী মগজ’ এতদিন যা শুনেছি তাহলে তা ...!! যুক্তরাষ্ট্র কবে কখন ইসরাইলকে ছোট্ট একটা ‘চাপ’ দিয়েছে ডান-বাম, পিছন-সামনে কোন একটা দিক থেকে!!  চারপাশ থেকে যত চাপ তা তো শুধু ফিলিস্তীনীদের ...!! তা আপনি কোন্ পক্ষ! বরপক্ষ না কন্যাপক্ষ!!

০ ট্রাম্পের সিদ্ধান্ত যে অবৈধ, সাধারণ পরিষদের ভোটে তা প্রমাণিত হয়েছে। -এরদোগান

০০ জনাব, আমি তো মনে করি, শুরু থেকেই এটা অবৈধ এবং তা প্রমাণের অপেক্ষা রাখে না। তবে কিনা প্রমাণের জন্য যুক্তির চেয়ে শক্তির প্রয়োজন বেশী। আপনার কি পারমাণবিক বোমা আছে?!

০ জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ট্রাম্পের বিতর্কিত ঘোষণা ১২৮-০৯ ভোটে ‘অকার্যকর’ করা হয়েছে।

Ñমাহমূদ আব্বাস

০০ এটাই তো মুশকিল! আপনার বিজয় জাতিসঙ্ঘের জলসায়, ইসরাইলের বিজয় জেরুসালেমের ময়দানে!

হামাস তো ময়দানের বিজয়ের জন্যই লড়াই করছে, একটু সহযোগিতা করুন না, প্লিজ!!

০ সাম্প্রতিক এক জরিপে জানা গেছে আরববিশ্বে সবচে’ জনপ্রিয় ব্যক্তিত্ব বাদশাহ সালমান বা তার পুত্র নন, বরং তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। ‘জেরুসালেম’ পরিস্থিতির পেক্ষপটে এ জরিপ চালানো হয়!

০০ কর্মই তোমাকে এগিয়ে দেবে, কর্মই তোমাকে পিছিয়ে দেবে!!

এরদোগানের জয়গান আসলে কর্মের জয়গান।

০ জেরুসালেমকে রাজধানীরূপে স্বীকৃতি আদায়ের জন্য বেছে বেছে দশটি দেশে ইসরাইলি প্রধানমন্ত্রীর কূটনৈতিক ধর্ণা!

০০ তাতে বইবে না তোমার দেশে শান্তির ঝর্ণা!! ফিলিস্তীন এবার জেগে উঠেছে জিহাদের দৃপ্ত আহ্বানে!! শেষ পর্যন্ত ‘গারকাদ’ই তোমাদের ভরসা!!

০ ৩১শে ডিসেম্বর ২০১৭ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

 

নওয়াজ শরীফ সউদী আরব

গিয়েছেন। খবরে প্রকাশ, শরীফ মধ্যপ্রাচ্য, বিশেষ করে সর্বশেষ জেরুসালেম পরিস্থিতি নিয়ে সউদী ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনা করবেন।

০০ মিয়াঁ, ব্যচকে র‌্যহনা, আওর অ্যপনে রাস্তে প্যর চ্যলনা!!

০ জাতিসঙ্ঘের শিক্ষা-বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর সমালোচনা করেছে ইসরাইল!

০০ কেন, ননদের প্রতি এত নাখোশ কেন?!

০ কারণ ইউনেস্কো পূর্বজেরুসালেমে ইসরাইলের দখলদারিত্বের সমালোচনা করছে; তদুপরি ফিলিস্তীনকে পূর্ণ সদস্য হিসাবে স্বীকৃতি দিয়েছে!

০০ দূর বোকা! এ তো স্রেফ লোক দেখানো! আছলী পেয়ার তো তুম হী সে হ্যয়!!

নাকি তুম ভি স্রেফ লোক দেখাচ্ছো?!

০  ইসরাইল সত্যি সত্যি এবার ইউনেস্কো ছেড়ে দিচ্ছে!

০০ আমরা তো ইনতেযারে আছি, কবে আসবে সময় তোমার ‘মানচিত্র ছেড়ে দেয়ার!!

০ খবরে প্রকাশ, ইসরাইলের সঙ্গে আমেরিকাও ইউনেস্কো ছেড়ে দিচ্ছে!

০০ উল্টো হলো। বলতে হবে আমেরিকার সঙ্গে ইসরাইল ...

হাঁ, কিসে কিসে যেন মাসতুতো ভাই!!

০ ডোনাল্ড বলেছেন, পনের বছরে পাকিস্তানকে আমরা ৩৩০০ মার্কিন ডলার দিয়েছি বোকার মত! তারা ভেবেছে, আমরা বোকা!!

০০ ডোন্ট মাইন্ড মাই ডিয়ার! ্ভাবনায় দোষটা হলো কোথায়?! তুমিই তো বললে, বোকার মত দিয়েছো!!