শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

আরাকান সংখ্যা (৩/১) | আরাকানসংখ্যা (বিশেষ)

নিজের সব্জী নিজের হাতে!

(নয়া দিগন্ত/২৯শে নভেম্বর/ বুধবার)
আরাকানের মুহাজিরীনের জন্য মর্যাদাপূর্ণ কাজের একটি ব্যতিক্রমধর্মী সুযোগ তৈরী করে দিয়েছেন একজন মহৎপ্রাণ ব্যক্তি। তিনি নিজের উদ্যোগে প্রচরু সবজীচারা তৈরী করে মুহাজিরীনের শিবিরে বিতরণ করেছেন, যাতে তারা নিজেদের ঝঁপুড়িঘরগুলোর চারপাশে চারা লাগিয়ে নিজেদের পরিশ্রমের ফসল নিজেরা ভোগ করতে পারেন। আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ মহিউদ্দীন। তিনি পরীক্ষামূলক- ভাবে দশহাজার লাউয়ের চারা এবং কয়েকহাজার পঁইুশাকের চারা তৈরী করে পাঁচহাজার পরিবারের মধ্যে সেগুলো বিতরণের ব্যবস্থা করেছেন। উদ্যোগটি ইতিমধ্যে মুহাজিরীনের শিবিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে বলে প্রকাশ। যদি প্রতিটি ঝুপঁড়ির জন্য একটি লাউয়ের চারা বিতরণ করা সম্ভব হয়, আর অর্ধেক চারাও যদি ঠিকমত বাঁচে তাহলে বিপুল পরিমাণ সবজী মুহাজিরগণ নিজেদের শ্রম দ্বারা নিজেরাই উৎপাদন করতে পারবেন। আশ্রয়শিবিরগুলো সাধারণত উদরাময়প্রবণ হয়ে থাকে, পক্ষান্তরে লাউ হচ্ছে পেটের যাবতীয় পীড়া থেকে বেঁচে থাকার জন্য আদর্শ সব্জী। যিনি এ ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করেছেন তাকে আমরা আন্তরিক ধন্যবান জানাই। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন। পুষ্পের মাধ্যমে আমি আমার মুহিব্বীন সবাইকে আহ্বান জানাই এ সুন্দর চিন্তাটির সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য। মাদরাসাতুল মাদীনাহর পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি। আল্লাহ সবাইকে অসহায় মানুষের খেদমত করার এবং খেদমতে শামিল হওয়ার তাওফীক দন করুন, আমীন।