রোহঙ্গিা মুহাজিরীনের সেবায় আলিমসমাজের অব্যাহত কর্মতৎপরতা ইতিমধ্যে সাধারণ আমজনতার মধ্যেও সেবার মনোভাব জাগ্রত করার ক্ষেত্রে বিপুল পরিমাণে ইতিবাচক ভূমিকা রেখেছে এবং প্রভতূ প্রশংসা অর্জন করেছে। তবে সম্প্রতি আশ্রিত রোহিঙ্গা হিন্দুদের মধ্যে আলিমসমাজের ব্যাপক ত্রাণ বিতরণ তাদের সামাজিক ভূমিকা ও অবদানের মধ্যে এক নতুন মাত্রা যুক্ত করেছে। ইসলাম ধর্মে যে সাম্প্রদায়িক সম্প্রীতির মহান শিক্ষা রয়েছে তারই উজ্জ্বল দৃষ্টান্ত াস্থপন করেছেন উখিয়ার াস্থনীয় আলিম -সমাজ। তারা ধর্ম-বিচারের ঊর্ধ্বে উঠে শুধু মানবতার পরিচয়ে সবার জন্য খেদমত পেশ করেছেন। শুধু তাই নয় আলিমগণ হিন্দুদের খোঁজখবরও নিচ্ছেন এবং সান্তন¦া দেয়ার চেষ্টা করছেন। এ সম্পর্কে ত্রাণকাজে নিয়োজিত একজন আলিমে দীনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন। এটা তো নতুন কিছু নয়! যুগযুগ ধরে মুসলিম উম্মাহ এমনই মানবধর্মী ভূমিকা রেখে আসছে। এর কারণ, ইসলাম মনে করে, সমস্ত মানবজাতি, দুটি রিশতা বা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। প্রথমটি হলো, তাদের ষ্ট¯্রা এক ও অভিন্ন। দ্বিতীয়টি হলো, তাদের আদি পিতা এক ও অভিন্ন। তিনি আরো বলেন, একটি বড় বিষয় দেখুন, আমাদের পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফির ও মুশরিকদের সমাজেই মানব- সেবার দৃষ্টান্ত াস্থপন করেছেন, যার জন্য প্রথম অহী নাযিল হওয়ার পর উম্মুল মুমিনীন খাদীজা রা. তাঁকে সান্তন¦া দিয়ে বলেছেন, আল্লাহ কিছুতেই আপনাকে অপ্রস্তুত করবেন না। কারণ আপনি তো অসহায় ও দুগর্তদের সাহায্য করেন। ... ত্রাণকাজে নিয়োজিত ঐ আলিম আরো বলেন, এমনকি মুসলিম জাতি যাদের হাতে নির্যাতিত হয়েছে, যখন সুযোগ এসেছে এবং প্রয়োজন দেখা দিয়েছে তখন তাদের সেবায় এগিয়ে যেতে তারা দ্বিধা করেনি। খবরে প্রকাশ কুতপুালং শিবিরে ত্রাণসেবায় নিয়োজিত াস্থনীয় আলেমগণ যখন জানতে পারেন, আলাদা একটি পল্লীতে পাঁচশ হিন্দু রোহিঙ্গা পরিবার আশ্রয় গ্রহণ করেছে এবং তারা এখনো কোন ত্রাণ পায়নি তখন কয়েকজন জরুরি ত্রাণ নিয়ে ঐ পল্লীতে ছুটে যান এবং ত্রাণ বিতরণ করেন। আশ্রয়প্রার্থী কয়েকজ হিন্দু বলেন, আমরা মুসলিম ধর্মনেতাদের এই উচ্চ মানবিক আচরণের প্রতি কৃতজ্ঞ। আমাদের কাছে তাদের পক্ষ হতেই এই প্রথম কোন ত্রাণসাহায্য পৌঁছলো। ত্রাণবিতরণকারী একজন আলিম, তাদের উপস্থিতির খবর বিলম্বে পেয়েছেন বলে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ্য আশ্রয়গ্রহণকারী এই হিন্দু রোহিঙ্গাদের কাছে আলিমসমাজের ত্রাণই সর্বপ্রথম পৌঁচেছে। পত্রপত্রিকায় খবর প্রকাশের পর সনাতন হিন্দুধর্মের বিভিন্ন সংগঠনও ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছে।