শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

আরাকান সংখ্যা (৩/১) | তৃতীয় প্রকাশনার (আরাকানসংখ্যা)

প্রিয় পাঠক!


প্রিয় পাঠক!
জীবনের কত দুর্যোগ অতিক্রম করে আল্লাহর রহমতে আবার আমরা একত্র হলাম পুষ্পের বহু কাঙ্ক্ষিত তৃতীয় প্রকাশনার অঙ্গনে।
কামনা করি, সবার জীবন সহজে সত্যের পথে যেন অবিচল থাকে।
কোন প্রস্তুতি ছিলো না, শুধু হৃদয়ে অবিরত রক্তক্ষরণ ছিলো। নিজেকে আর ধরে রাখা গেলো না। তাওয়াক্কুলান আলাল্লাহ সিদ্ধান্ত নিলাম, এখনই শুরু হোক পুষ্পের তৃতীয় প্রকাশনা এবং তা হোক আরাকানসংখ্যা।
বিষয়বস্তুতে যথাসম্ভব ব্যপ্তি আনার চেষ্টা করা হয়েছে।
বুঝতে পারছি অনেক অসম্পূর্ণতা রয়ে গেছে।
তবে এটুকুই আমার এখনকার সাধ্য।
সামনে এ সংখ্যাটি আরো সমৃদ্ধরূপে পেশ করার ইচ্ছে রয়েছে।
বুকের রক্তের তো এখন বড় অভাব, কামনা করি, যে আগুন জ্বলছে তা আমাদের চোখের পানিতে এবং কলমের কালিতেই যেন নিভে যায়। আল্লাহর ইচ্ছায় তা অসম্ভব নয়।
প্রচ্ছদের লাল অংশটি আগুনের প্রতীক, যা জ্বলছে আরাকানের জনপদে এবং আমাদের বুকের ভিতরে।
চারপাশের ‘দোখান’ ও ধোঁয়া হলো মযলুমানের অনিশ্চিত ভবিষতের আলামত, তবে ‘দোখান’ খুবই ক্ষণস্থায়ী।
আরাকানের মানচিত্র হলো এ প্রত্যয়দৃপ্ত ঘোষণা যে, আগুন ও ধোঁয়ার মধ্যেও আমরা আমাদের অধিকার ত্যাগ করিনি।
ইনশাআল্লাহ আমরা আবার ফিরে যাবো আমাদের প্রিয় আরাকানে, মর্যাদার সঙ্গে, সবার জন্য শান্তির বার্তা নিয়ে।
ইতি
আবু তাহের মিছবাহ