শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০) | কচি ও কাঁচা

ছড়া ও পাখী

লিখেছেনঃ নাজরিন সুলতানা / মডেল ইন্টারন্যাশনাল স্কুল, মীরশ্বরাই, চট্টগ্রাম

 

ছড়া আমার কাছে খুব ভালো লাগে। আমি ছড়া পড়তে খুব ভালোবাসি। আলমাহমূদ আমার প্রিয় কবি। তিনি আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ছড়া লিখেছেন। সেগুলোর মধ্যে আমার সবচে’ প্রিয় ছড়াটি হলো ‘পাখীর মত’। ও জানো! পাখীও আমার খুব প্রিয়। খাঁচার পাখী নয়। খাঁচার পাখী দেখলে আমার মনটা কেঁদে ওঠে। ইচ্ছে করে, খাঁচার দরজাটা খুলে দেই পাখীগুলো উড়ে যাক, মুক্তির আনন্দ পাক। কিন্তু ...

আমি ভালোবাসি নীল আকাশে ডানা মেলে উড়ে যাওয়া পাখী। আমি যখন বড় হবো তখন পাখী নিয়ে অনেক ছড়া লিখবো, ইনশাআল্লাহ।