শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০) | তোমাদের পাতা

তোমারই প্রশংসা সকল

লিখেছেনঃ আব্দুল হান্নান

 

কবি যত কবিতা লেখে বসন্তের/ কলি ও পুষ্পের/ সবুজ ঘাসের/ হলুদ সর্ষে ফুলের/ সব তোমারই প্রশংসা হে চির সুন্দর!

যত ছবি আঁকে শিল্পী প্রকৃতির/ সবুজ বনানীর/ নদী ও ঝর্ণার/ সন্ধ্যা-লালিমার/ ভোরের রাঙা সূর্যের/ সব তোমারই প্রশংসা হে চিরসুন্দর!

প্রেমিক যত প্রশংসা করে কৃষ্ণকেশের/ সুন্দর মুখের/ ডাগর চোখের/ উজল কালো তিলকের/ সব তোমারই প্রশংসা হে চিরসুন্দর!

পাখিদের কলতানে/ বুলবুলির গানের সুরে/ ঝিরঝির বাতাসে/ শুকনো পাতার মর্মরধ্বনিতে/ রিমঝিম বৃষ্টির সঙ্গীতে আমার মুগ্ধতা/ তোমারই প্রশংসা হে চিরসুন্দর।

দলে দলে হরিণ ছুটে চলে/ মেঘে ময়ূর নাচে পেখম মেলে/ ডানা মেলে পাখী যায় অচিন দেশে/ মাছেরা বেড়ায় সাগরের তলদেশে/ সবে তোমার প্রশংসা করে হে চিরসুন্দর!

কোকিলের গান/ মধ্যরাতে ডাহুকের ডাক/ বানরের চিৎকার/ বাঘের হুঙ্কার/ এসব তোমারই প্রশংসা হে চিরসুন্দর!

রঙধনুর সপ্তবর্ণে/ মেঘের গুরুগম্ভীর ডাকে/ বিজলীর চকিত চমকে/ এসব কিছুতে তোমারই প্রশংসা হে চিরসুন্দর!

মানুষের জ্ঞান ও গুণের/ মেধা ও প্রজ্ঞার/ বুদ্ধি ও প্রতিভার/ এবং যত প্রশংসা নারী-সৌন্দর্যের/ সব তোমারই প্রশংসা হে চিরসুন্দুর

(আব্দুল হান্নান, তোমার একটি লেখাকে অবলম্বন করে, এ লেখাটি  তৈরী হলো। তোমাকে ধন্যবাদ। -সম্পাদক)