শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০) | রোযনামচার পাতা

রোযনামচার তিনটি পাতা

লিখেছেনঃ উম্মে হাবীবা, তামান্না / লক্ষ্মীবাজার


আজ পয়লা মার্চ। সময় কত দ্রুত চলে যায়! সময় একা যায় না, সময়ের সঙ্গে আমরাও এগিয়ে যাই কবরের দিকে। কিন্তু আমাদের হুঁশ হয় না। তারপরো আমরা দুনিয়ার লোভ ছাড়ি না। কেন এমন হয়? কেন আমরা কবরের ফিকির করি না? আমল-ইবাদতে মশগুল হই না।

(সম্পাদক- এই মেয়ে, হিজরী তারিখ লিখতে পারো না!)

৪ - ৩ - ১১ খৃ. 

এবারের পুষ্পে একটি লেখা আমার খুব ভালো লেগেছে। লেখাটি হলো মাওলানা আব্দুল মালেক সাহেবের ‘অন্যরকম শব্দদূষণ’। যত পড়ছি তত ভালো লাগছে। সত্যি তো! আমরা তো শব্দদূষণ বলতে বুঝি শুধু শোরগোল, হৈচৈ, আর মাইকের বিকট আওয়ায। অথচ আমাদের দ্বারাও যে কত রকম শব্দদূষণ ঘটে তা চিন্তা করি না। আম্মু বললেন, শুধু পড়লেই হবে না, আমলও করতে হবে।

৬ - ৩ - ১১ খৃঃ 

আজ সেজখালামণি এলেন। আমার খালাত ভাইটা একটু একটু হাঁটে। এত সুন্দর! এত মায়া কাড়ে যে, খালি কোলে নিতে ইচ্ছে করে! ও হাসলে মুখ থেকে যেন জোসনা ঝরে, আর কাঁদলে চোখ থেকে মুক্তা ঝরে।

আজ সারাটা দিন খুব আনন্দ হলো, আর পড়া-লেখার হলো ক্ষতি। এটাই জীবন, কিছু দাও, কিছু নাও।

(সম্পাদক, তোমার রোযনামচার সবক’টি পাতা ভালো। ইচ্ছে হয়, সবক’টি তুলে দেই। থাক, এবার এতটুকুতেই খুশী থাকো।)