আমাদের বাসার পাশে একটি জামগাছ আছে। সেই জামগাছে অনেক পাখী বাস করে। পাখীগুলো প্রতিদিন আমাদের জানালায় এসে বসে। পাখীগুলোকে আমার খুব ভালো লাগে।
আমাদের এখানে অনেক চড়ুই পাখী। চড়ুইপাখী দেখতে খুব সুন্দর। আম্মু বলেন কী! রাতে ভাত না খেলে শরীর থেকে এক চড়ুইপাখীর সমান গোশত কমে যায়।
আমাদের এখানে দোয়েলপাখীও আছে। দোয়েল যখন শীস দেয় তখন লেজটা উপরের দিকে নাড়ে। দেখতে খুব ভালো লাগে।
আমার পাখী-পোষার খুব ইচ্ছে, কিন্তু বড় আপু বলেন, পাখীকে খাঁচায় আটকে রাখলে পাখীর খুব কষ্ট হয়। বড় আপুর কথা শুনলে পাখী পোষার ইচ্ছেটা দূর হয়ে যায়।