আজ বাগানে যে গোলাবফুলটি ফুটেছে তা দেখে আমার কী যে আনন্দ হলো! আমি গোলাবটির গায়ে আদর করে হাত বুলালাম। তখন মনে হলো, গোলাবটি যেন নীরব ভাষায় আমাকে বলছে, আমাকে তুমি ভালোবাসো? আমার সৌন্দর্যে তুমি মুগ্ধ হও? আমার সুবাসে তুমি মোহিত হও? তাহলে তুমিও অর্জন করো কিছু সৌন্দর্য ও সৌরভ। তুমি অর্জন করো কর্মের সৌন্দর্য এবং চরিত্রের সৌরভ। তাহলে সবাই তোমাকে ভালোবাসবে। তোমার কর্মের সৌন্দর্যে পৃথিবীটা অনেক সুন্দর হবে; তোমার চরিত্রের সৌরভে সারাটা পৃথিবী সুরভিত হবে। আমার সৌন্দর্য ও সুবাস তো সামান্য সময়ের; তোমার সৌন্দর্য ও সৌরভ হবে চিরকালের। আমার মিনতি কেউ শোনে না, তুমিও কি শোনবে না হে প্রিয়!