শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০) | কচি ও কাঁচা

আমার মুনিয়া পাখী

লিখেছেনঃ আফনান

 

আমার মুনিয়া পাখীটি খুব সুন্দর ছিলোখাঁচার মধ্যে চুপ করে বসে থাকতোপাখীটার জন্য আমার কী যে মায়া লাগতো! পাখীটাকে কত আদর করতাম! দানা দিতাম, পানি দিতাম, তবু পাখীটা খুশী হতো না গান গাইতো না, চুপচাপ বসে থাকতো

 

নানা বললেন, ভাইয়া, পাখীটাকে ছেড়ে দাওআমার খুব কান্না পেলোবারে, পাখীটা ছেড়ে দিলে আমার কষ্ট হবে না!  

নানা বললেন কী! পাখীটা ছেড়ে দিলে আল্লাহ খুশী হবেনখুশী হয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দেবেন

আমি খাঁচার দরজাটা খুলে দিলাম, আর মুনিয়া পাখীটা ফুড়ুৎ করে উড়ে গেলো

পাখীটার জন্য আমি কাঁদিনিনানা যে বলেছেন,  আল্লাহ খুশী হয়েছেন! জাহান্নামের আগুন নিভিয়ে দিয়েছেন! আর জান্নাতের বাগানে ফুল ফুটিয়েছেন! সবাইকে নিয়ে জান্নাতের ফুলবাগানে ঘুরে বেড়াবো, কত মজা হবে! নাযরানা তো খুব ছোট্ট,  ওকে কোলে নিতে হবে, আর জান্নাতের গাছ থেকে ফুল পেড়ে দিতে হবেজান্নাতের ফুল পেয়ে ও কত খুশী হবে!