তারাবীর পর আববা বাসায় ফিরলেন, কিন্তু একটি প্রয়োজনে তাঁকে আবার বের হতে হলো। বাড়ী থেকে পথে এসেই দেখেন দক্ষিণবাড়ীর যায়নুল আবিদীন দাদা!
আববা অবাক হলেন। তিনি তো অনেক আগেই মসজিদ থেকে বের হয়েছেন, আর নিজের বাড়ী ছেড়ে এত দূরেই বা কেন এসেছেন!
বৃদ্ধ বললেন, বাবা, পথ হারিয়ে ফেলেছি। এটা কোন্ জায়গা বুঝতে পারছি না।
আববা বললেন, চিন্তার কিছু নেই, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আববা তাকে হাত ধরে তার বাড়ীর দরজার সামনে পৌঁছে দিলেন। তখন বুড়ো মানুষটি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, ‘একসময় আমি অন্ধকার রাতে সাইকেল চালিয়ে কুমিল্লা থেকে বাড়ী আসতাম, আর এখন এইটুকু পথ চিনে বাড়ী যেতে পারলাম না। কোথায় গেলো আমার সব শক্তি, সাহস, আর উদ্যম!’
সত্যি তো! একটি শিশু কত দুর্বল থাকে, তার পর যুবক হয়, তখন সে অদম্য শক্তি ও সাহসের অধিকারী হয়, বুড়ো বয়সে আবার হয়ে পড়ে শিশুর মতই দুর্বল। তবু মানুষ ডুবে থাকে গাফলতের মধ্যে!