শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

রবিউল আওয়াল ১৪৩২হিঃ (১৯) | রোযনামচার পাতা

আমার বেদনা, আমার যন্ত্রণা

লিখেছেনঃ বিনতে মাওলানা মুফীযুদ্দীন

 

অনেক দিন থেকে মনে এই ব্যাকুলতা যে, কিছু লিখবো, কিন্তু নিজের অযোগ্যতা ও তুচ্ছতার কথা ভেবে সাহস পাই নাএখন এ আশায় লিখতে বসেছি যে, এমন মহৎ ব্যক্তি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেনতাঁর কলবের তাজাল্লি এবং কলমের কারিশমা কিছুটা হলেও বুঝতে পেরেছিআমার লেখাগুলো যদি সেই তাজাল্লি ও কারিশমার একটু  ছোঁয়া লাভ করে, এ জন্যই আজকের এ লেখাশৈশবে যখন এসো আরবী শিখি পড়ি তখন আববুর কাছে তার প্রথম পরিচয় লাভ করিতখন থেকেই আমার অন্তরে তাঁর প্রতি অপরিসীম ভক্তি ও মুহববতহৃদয়ে মর্যাদার সুউচ্চ শিখরে তিনি অধিষ্ঠিততাঁর ব্যক্তিত্বের কল্পনাই আমাকে শিক্ষার পথে প্রেরণা যুগিয়েছে 

এখন পুষ্পের সৌন্দর্য ও সুবাসে আমি মুগ্ধ ও মোহিততাই আমি ব্যাকুল হয়েছি হৃদয়ের কিছু অনুভূতি পুষ্পের পাপড়িতে নিবেদন করার জন্যঅনেক ভাব ও ভাবনা জমা হয়ে আছে আমার বুকেসেগুলোকে ভাষার ডালিতে শব্দের ফুল দিয়ে সাজিয়ে উপহার দিতে চাইএমন সাহিত্য ও সাহিত্যিক আছে আমাদের আলিমসমাজে সে জন্য আমি গৌরব বোধ করি, কামনা করি, আমার সন্তান যেন হয় তাঁর মতআল্লাহ যেন আমার এ আশা পূর্ণ করেন, আমীন