শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

রবিউল আওয়াল ১৪৩২হিঃ (১৯) | প্রথম পাতা

প্রথম কথা

 

হে আল্লাহ,কত অসীম তোমার দয়া ও করুণা! কত অফুরন্ত তোমার দান ও অনুগ্রহ! 

আমার অস্তিত্বের প্রতিটি অণু-কণা, সে তো তোমারই দয়া ও করুণা! 

আমার জীবনের যা কিছু কর্ম-কীর্তি, সে তো তোমারই করুণা ও অনুগ্রহ! আমার শ্বাস-প্রশ্বাস, আমার চোখের দৃষ্টি, মস্তিষ্কের চিন্তা, হৃদয়ের ভাব ও অনুভব, সে তো তোমারই দয়া ও দান! 

আমার সকল শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সক্ষমতা, আমার স্বাস্থ্য, সুস্থতা, উদ্যম ও সজীবতা, সে তো তোমারই দান ও অনুগ্রহ! 

কীভাবে শোকর আদায় করবো তোমার দয়া ও দানের, তোমার করুণা ও অনুগ্রহের! 

আমি ভুল করেছি, তুমি মাফ করেছোআমি দোষ করেছি, তুমি ক্ষমা করেছোআমি ভুলে গিয়েছি, অকৃতজ্ঞ হয়েছি, তবু তুমি দয়া করেছো এবং দান করেছো! আমি বিস্মৃত হয়েছি এবং দূরে সরে গিয়েছি, তবু তুমি অনুগ্রহ করেছো এবং নৈকট্য দান করেছোআমি অন্ধকারে পথ হারিয়েছি, বারবার দিকভ্রান্ত হয়েছি, তবু তুমি আমাকে আলো দিয়েছো এবং সত্যের দিকে পথ দেখিয়েছোআমি পরাস্ত হয়েছি, ভেঙ্গে পড়েছি এবং হতাশার শিকার হয়েছি, কিন্তু তুমি হে আল্লাহ! আমাকে সান্ত্বনা দিয়েছো, উঠে দাঁড়াবার শক্তি দিয়েছো এবং করুণা ও রহমতের আশ্বাসবাণী শুনিয়েছো

হে আল্লাহ! জীবনের জীর্ণ-শীর্ণ এই বার্ধক্যেও আমি তোমার পথে চলতে চাই জীবনের সবুজ যৌবনের সজীবতা নিয়ে! তোমার দয়া ও দানে, তোমার করুণা ও অনুগ্রহে আমি পরিপূর্ণ থাকতে চাই মৃত্যুর আগে, মৃত্যুর কালে এবং মৃত্যুর পরে