শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

মুহররম ১৪৩২ হি: (১৮) | তোমাদের পাতা

সবাইকে

আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা বিশ্বাস করে তাদের সবাইকে একটি কথা বলতে চাই; তোমার জীবনে কেউ যদি ঝড় আনে, আনুক, তুমি ভয় পেয়ো না, তুমি ভেঙ্গে পড়ো না। তাকে তুমি অভিশাপ দিয়ো না, ঝড়কে তুমি মন্দ বলো না। প্রকৃতির ঝড় হয়ত অনেক কিছু ধ্বংস করে, কিন্তু জীবনের ঝড় বিনাশ করে না, সৃষ্টি করে। জীবনের সাগরে উঠতে দাও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, যদি ডোবে, ডুবতে দাও তোমার নৌকা হে মাঝি! নৌকা তোমার ডুবেছে, তুমি ডোববে না। অদৃশ্য একটি হাত আছে, তোমাকে টেনে তোলার জন্য।