শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

মুহররম ১৪৩২ হি: (১৮) | শেষের পাতা

নফসের সংশোধন

 

 হাদীছ শরীফে তিনটি খাছলতকে মুনাফিকের আলামত বলা হয়েছে। প্রথমত, যখন সে কথা বলে, মিথ্যা বলে। দ্বিতীয়ত, যখন সে কোন ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয় তখন সে তা ভঙ্গ করে। তৃতীয়ত, যখন তাকে বিশ্বাস করা হয় তখন সে বিশ্বাস ভঙ্গ করে।

অর্থাৎ মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওয়াদা খেলাফি করতে পারে না এবং আমানতের খেয়ানত করতে পারে না। 

আফসোস, যে তিনটি খাছলাতকে আমদের পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের খাছলত বলে বয়ান করেছেন তা আজ মুসলমানদের মধ্যে যেন মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। মুসলমানদের প্রতিটি তবকা, প্রতিটি শ্রেণী বে-ধড়ক মিথ্যা বলে। ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না। আর আমানতের খেয়ানত তো শাসক শাসিত সবার কাছেই মামুলি বিষয়! আমাদের অবশ্যই চিন্তা করা কর্তব্য যে, কাল হাশরে মুনাফিকের আখলাক নিয়ে কীভাবে আমরা আমাদের পেয়ারা নবীর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবো!