শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

মুহররম ১৪৩২ হি: (১৮) | কাশগর ও কায়রো

আসলে কি চায় আমেরিকা

 

 সম্প্রতি আমেরিকা নেদাভা মরুভূমির ভূগর্ভে নতুন ধরনের পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। কেন? আমেরিকা তো এখন অপ্রতিদ্বন্দ্বী পারমাণবিক শক্তি! এই ‘কেন’-এর জবাব দিতে সে বাধ্য নয়। শক্তিধর কখনো জবাব দেয় না, জবাব তলব করে। জাপানে পারমাণবিক বোমা ফেলে লক্ষ লক্ষ বেসামরিক মানুষ হত্যার জঘন্যতম অপরাধ করেও তাকে কোন শাস্তি পেতে হয়নি। কোন কৈফিয়তও দিতে হয়নি। সেই আমেরিকা এখন শাস্তি দিতে চায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের প্রয়াসী মুসলিম দেশ ইরানকে। কারণ আমেরিকার এবং অবশ্যই ইসরাইলের আশঙ্কা, ইরান যে কোন সময় পারমাণবিক বোমা বানাতে পারে। পারমাণবিক অস্ত্র আছে রাশিয়া, চিন, ফ্রান্স, বৃটেন, ইসরাইল, ভারত, কোরিয়া, এমনকি মুসলিম দেশ পাকিস্তানের কাছে। তাহলে ইরানের কেন অধিকার থাকবে না পারমাণবিক অস্ত্র অর্জনের? কারণ ইরানের অস্ত্র ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। আসলে আমেরিকা কী চায়? যদি সে চায় পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী তাহলে ইরানের দাবী মতে ইসরাইলকে কেন বলা হচ্ছে না পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে? কেন সে নিজে উদ্যোগ নিচ্ছে না তার পারমাণবিক অস্ত্রভান্ডার ধ্বংস করতে? মধ্যপ্রাচ্যে ইসরাইলি পারমাণবিক বোমা আরবদেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি নয়, ইরানের পারমাণবিক প্রযুক্তি হুমকি হয়ে গেলো? আমেরিকার এ উদ্ভট যুক্তি আরবশেখেরা মেনে নিচ্ছে কেন?

আসলে আমেরিকা চায়, পারমাণবিক শক্তিবঞ্চিত মুসলিমবিশ্ব। পাকিস্তানের দুর্ভাগ্য, সেখানে আজ কোন আহমদী নেজাদ নেই।