শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা
মাসিক আল-কলম-পুষ্প
শাবান ১৪৩১হিঃ (১৭) | রোযনামচার পাতা
হে আল্লাহ!
হে আল্লাহ!
আমি তোমাকে ভালোবাসি এবং তোমার ভালোবাসা পেতে চাই। তোমাকে যারা ভালোবেসেছে তারা তোমার ভালোবাসা পেয়েছে। যারা তোমার ভালোবাসা পেয়েছে তাদের জীবন ধন্য হয়েছে।
আমার সকাল-সন্ধ্যার উপাসনা আমার দিন-রাতের আরাধনা, আমার জীবন-মরণ তোমার জন্য নিবেদিত হে আল্লাহ!
আকাশে-বাতাসে, সূর্যের আলোতে, চাঁদের জোসনায় আমি দেখতে পাই তোমার কুদরতের নিশান।
নদীর তরঙ্গে, সাগরের উর্মিতে, ঝর্ণার ছলছল শব্দে এবং বৃষ্টির রিমঝিম ছন্দে আমি শুনতে পাই তোমার দয়া ও আশ্বাসের বাণী। পাখীর কলরবে, বুলবুলির গানে এবং কোকিলের মধুর কণ্ঠে আমি শুনতে পাই তোমারই তাসবীহের সুর। সবুজ পাতায়, সবুজ ঘাসে, হলুদ সর্ষেফুলে, সোনালী ফসলে এবং প্রজাপতির রঙ্গিন ডানায় আমি দেখি তোমার অদৃশ্য সৌন্দর্যের আভাস।
গাছের শত স্বাদের ফলে, পাকা ধানের শীষে, ডালে ডালে এবং লতায় পাতায় হে আল্লাহ, আমি দেখতে পাই তোমার রায্যাক গুণের অনুপম প্রকাশ। গাছের ছায়ায়, মেঘের ছায়ায়, চাঁদের জোসনায় এবং প্রভাত সূর্যের আভায় হে আল্লাহ, আমি অনুভব করি, তুমি আছো দৃষ্টির আড়ালে, গায়বের পর্দায়।
এই সবকিছুতে হে আল্লাহ, আমি বুঝতে পারি তোমার দয়া-মায়া ও করুণা।
তোমাকে আমি ভালোবাসি হে আল্লাহ এবং তোমার ভালোবাসা পেতে চাই।