কিছু মানুষ ছুটছে যশ ও খ্যাতি এবং সুনাম ও সুখ্যাতির পিছনে। তাদের একমাত্র কাম্য হলো মানববন্দনা। তারা যেখানে যাবে মানুষ তাদের ঘিরে ধরবে, তাদের নামের শ্লোগান ও প্রশংসা-ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হবে, চারদিকে শোনা যাবে শুধু তাদেরই জয়গান। এটাই তাদের সারা জীবনের সাধনা ও আরাধনা। মানুষের পূজা ও বন্দনা লাভ করার জন্য এমনকি জীবনের সকল শানি- ও স্বসি- বিসর্জন দিতেও তাদের কুণ্ঠা নেই। কিছু মানুষ ছুটছে অর্থ-বিত্ত ও ধনসম্পদের পিছনে। তাদের জীবনের একমাত্র লক্ষ্য হলো বৈধ-অবৈধ যে কোন উপায়ে আরো বেশী অর্থ-বিত্ত করায়ত্ত করা এবং সম্পদের পাহাড় গড়ে তোলা। সম্পদের জন্য এমন কোন হীনতা ও নীচতা নেই এবং এমন কোন নিষ্ঠুরতা ও পাশবিকতা নেই যা তারা গ্রহণ করতে পারে না। পৃথিবীতে মানুষের জীবনে যা কিছু নৈরাজ্য ও অনাচার, যা কিছু অশানি- ও গোলযোগ, হানাহানি ও রক্তপাত, তার মূলে আর কিছু নয়, অর্থলিপ্সা ও যশলিপ্সা! অথচ এত কিছু যে জীবনের জন্য, জরা ও বার্ধক্যের পর মৃত্যুই হলো তার একমাত্র পরিণতি। চোখের সামনেই তো দেখতে পাই, অর্থ-বিত্ত ও যশ-খ্যাতির শীর্ষচূড়ায় পৌঁছে যাওয়া কত মানুষ মৃত্যুর আগেই অহরহ ভোগ করছে মৃত্যুযাতনা! তাদের ঘরে আগুন, বাইরে আগুন, এত আগুন যে আত্মহনন ছাড়া তারা মুক্তির কোন উপায় খুঁজে পায় না। তবু কি তোমার চাই খ্যাতির মিনার এবং সম্পদের পাহাড়! আমি তো শুধু চাই শানি-, দুনিয়ার এবং আখেরাতের।