শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা
মাসিক আল-কলম-পুষ্প
শাবান ১৪৩১হিঃ (১৭) | তোমাদের পাতা
আমি স্বপ্ন দেখি!
আমি স্বপ্ন দেখি বৃষ্টিস্নাত এক সুন্দর সকালের, যেখানে রাতের অন্ধকার থাকবে না, থাকবে শুধু ভোরের রাঙ্গা সূর্যের মিষ্টি হাসি, যেখানে ঘাসের ডগায় জলকণাগুলো সূর্যালোকে ঝলমল করবে, সবকিছু ধোয়া ধোয়া হবে, কোথাও কোন আবিলতা থাকবে না, থাকবে শুধু পবিত্রতা ও শুচিশুভ্রতা।
আমি স্বপ্ন দেখি এমন এক সুন্দর সকালের যখন পৃথিবীতে কোন কোলাহল থাকবে না, থাকবে শুধু পাখিদের কলরব, থাকবে শুধু ফুলের হাসি, আর সবুজ পাতার স্নিগ্ধ ছোঁয়া।
এই স্বপ্ন দেখেই আমি পাড়ি দেই রাতের অন্ধকার সাগর। ভোরের সৈকতে এসে দাঁড়াই। কিন' কোথায় সেই বৃষ্টি ধোয়া সকাল! মানুষের শোরগোলে শোনা যায় না এমনকি একটি পাখীরও ডাক! তবু আমি স্বপ্ন দেখি।